Dhaka ১১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাস্তার পাশে কে ফেলে রেখে গেছে অশীতিপর বৃদ্ধাকে?

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৫৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
  • / ১১০০ জন সংবাদটি পড়েছেন

 রাজবাড়ীর পাংশা উপজেলার কলেজমোড় এলাকায় গত ছয়দিন ধরে অসহায় অবস্থায় পড়ে ছিলেন এক অশীতিপর বৃদ্ধা। তার বয়স আনুমানিক ৭০ বছর। সোমবার স্থানীয় লোকজন পাংশা থানা পুলিশের সহযোগিতায় তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার কথাবার্ত অস্পষ্ট হওয়ায় নাম পরিচয় কিছুই জানা যায়নি। শুধু বাড়ি ঝিনাইদহ বলতে পারেন। এলাকাবাসীর ধারণা, বৃদ্ধাকে কেউ এখানে ফেলে রেখে গেছে।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বৃদ্ধার কাছে তার বাড়ি কোথায় জানতে চাইলে বলেন, ঝিনাইদহ বাজারে। এরপর যেসব প্রশ্ন করা হয়েছে তার উত্তর ছিল খুবই অস্পষ্ট। তবে, তার ছেলে মেয়ে আছে এটুকু বোঝা গেছে। মাঝে মাঝে এদিক ওদিক তাকান। মনে হয় কাউকে খুঁজছেন।

কলেজ মোড় এলাকার  বাসিন্দা ফারুক হোসেন জানান, গত ছয় সাত দিন যাবৎ এই বৃদ্ধাকে পাংশা কলেজ মোড় এলাকায় দেখা যাচ্ছে। বৃদ্ধা রাতে একটি দোকানের বারান্দায় থাকতেন। তিনি কোথা থেকে কীভাবে এসেছেন তা জানতে চেয়েও পারেননি। মাঝে মাঝে কেউ কেউ তাকে খেতে দিত। সোমবার বৃদ্ধাকে গোসল করিয়ে পাংশা থানা পুলিশের সহায়তায় হাসপাতালে ভর্তি করা হয়। তার ধারণা, বৃদ্ধাকে কেউ ফেলে রেখে গেছে।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সুজাউদ্দিন সোহাগ জানান, সোমবার ১১টার দিকে এলাকাবাসী হাসপাতালে এনে ভর্তি করে। তার শারীরিক অবস্থা খুবই নাজুক। সম্ভবত খাওয়া দাওয়া না করায় এ অবস্থা হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পাশাপাশি নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। পাংশা থানা পুলিশের সহায়তায় বৃদ্ধার পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।

পাংশা থানার ওসি মাসুদুর রহমান জানান, একজন বৃদ্ধা রাস্তার পাশে অসুস্থ অবস্থায় পড়ে আছে স্থানীয় লোকজনের কাছে এমন খবর পেয়ে তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সে পরিস্কার করে কিছুই বলতে পারেনা। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাস্তার পাশে কে ফেলে রেখে গেছে অশীতিপর বৃদ্ধাকে?

প্রকাশের সময় : ০৬:৫৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩

 রাজবাড়ীর পাংশা উপজেলার কলেজমোড় এলাকায় গত ছয়দিন ধরে অসহায় অবস্থায় পড়ে ছিলেন এক অশীতিপর বৃদ্ধা। তার বয়স আনুমানিক ৭০ বছর। সোমবার স্থানীয় লোকজন পাংশা থানা পুলিশের সহযোগিতায় তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার কথাবার্ত অস্পষ্ট হওয়ায় নাম পরিচয় কিছুই জানা যায়নি। শুধু বাড়ি ঝিনাইদহ বলতে পারেন। এলাকাবাসীর ধারণা, বৃদ্ধাকে কেউ এখানে ফেলে রেখে গেছে।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বৃদ্ধার কাছে তার বাড়ি কোথায় জানতে চাইলে বলেন, ঝিনাইদহ বাজারে। এরপর যেসব প্রশ্ন করা হয়েছে তার উত্তর ছিল খুবই অস্পষ্ট। তবে, তার ছেলে মেয়ে আছে এটুকু বোঝা গেছে। মাঝে মাঝে এদিক ওদিক তাকান। মনে হয় কাউকে খুঁজছেন।

কলেজ মোড় এলাকার  বাসিন্দা ফারুক হোসেন জানান, গত ছয় সাত দিন যাবৎ এই বৃদ্ধাকে পাংশা কলেজ মোড় এলাকায় দেখা যাচ্ছে। বৃদ্ধা রাতে একটি দোকানের বারান্দায় থাকতেন। তিনি কোথা থেকে কীভাবে এসেছেন তা জানতে চেয়েও পারেননি। মাঝে মাঝে কেউ কেউ তাকে খেতে দিত। সোমবার বৃদ্ধাকে গোসল করিয়ে পাংশা থানা পুলিশের সহায়তায় হাসপাতালে ভর্তি করা হয়। তার ধারণা, বৃদ্ধাকে কেউ ফেলে রেখে গেছে।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সুজাউদ্দিন সোহাগ জানান, সোমবার ১১টার দিকে এলাকাবাসী হাসপাতালে এনে ভর্তি করে। তার শারীরিক অবস্থা খুবই নাজুক। সম্ভবত খাওয়া দাওয়া না করায় এ অবস্থা হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পাশাপাশি নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। পাংশা থানা পুলিশের সহায়তায় বৃদ্ধার পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।

পাংশা থানার ওসি মাসুদুর রহমান জানান, একজন বৃদ্ধা রাস্তার পাশে অসুস্থ অবস্থায় পড়ে আছে স্থানীয় লোকজনের কাছে এমন খবর পেয়ে তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সে পরিস্কার করে কিছুই বলতে পারেনা। তার পরিচয় জানার চেষ্টা চলছে।