ফরিদপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক নুরে আলম সিদ্দিকী হক
রবিউল হাসান রাজিব:
- প্রকাশের সময় : ০৮:৫১:৫০ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
- / ১১১৩ জন সংবাদটি পড়েছেন
ফরিদপুর জেলা কৃষকলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার বিকেল ৩টায় শহরের হাড়োকান্দি নদী গবেষণা ইন্সটিটিউটের সামনে সড়কের পাশে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক। এ সময় সারা দেশ ডেঙ্গুবাহী এডিস মশা নিধনে ঔষধ স্প্রে করেন নেতৃবৃন্দ ও জনসচেতনতামুলক প্রচারণা করেন।
জেলা কৃষকলীগের সভাপতি শেখ শহীদুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম বাদশা, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ প্রদীপ কুমার দাস লক্ষণ, সহ-সভাপতি প্রফেসর আবুল কাশেম, মহিলা সম্পাদিকা প্রভাষক সবিতা বৈরাগী, কোতয়ালী কৃষক লীগের আহ্বায়ক শেখ আকতার, শহর কৃষকলীগের আহ্বায়ক বাবুল, সদস্য সচিব দেবদাস সাহা, সালথা উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্লা, সাধারণ সম্পাদক আমিন খন্দকার প্রমুখ।
প্রধান অতিথি নুরে আলম সিদ্দিকী হক বলেন, আওয়ামী লীগ দেশের চিন্তা করে, মানুষের চিন্তা করে। পরিবেশের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ কৃষকলীগ পরিবেশ রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ও কর্মসূচি বাস্তবায়ন করছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, প্রতি বছর আষাঢ়-শ্রাবণ ও ভাদ্র এই তিন মাসব্যাপী ফলজ, বনজ ও ঔষধী বৃক্ষরোপন করে বাংলাদেশ কৃষক লীগ।
Tag :