খোকন মাহমুদ এর কবিতা
গ্যালিলিও
- প্রকাশের সময় : ০৬:৩১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
- / ১১১৬ জন সংবাদটি পড়েছেন
………………
(ভেজা দুপুর, একখানা কাছের আকাশ, তোমাদের
অদ্ভুত সব ডানার গল্প, ভাবি-কতো কিছুই তো ভাবি…)
কারখানার ভেঁপু বেজে উঠতেই
আমরা এদিক -ওদিক ছড়িয়ে পড়ি
আমাদের শরীরে লেপ্টে থাকা ঘাম থেকে
সম বন্টনের অলীক ঘোড়া দৌড়িয়ে গিয়েছে…
আমরা কেবল একটি সমুদ্রের কথাই ভেবেছি
দুই.
ফর্সা রঙের যে মেয়েটি, যার লাবণ্য
ধনুকের মতো বেঁকে আছে
বহুদূর থেকে তাকে লক্ষ্য করছি
তার নিখুঁত নিশানা থেকে -গণিতশাস্ত্র
ছড়িয়ে ছিটিয়ে পড়ছে…
তিন.
ঘন জঙ্গল, আমরা ভ্রমণে এসেছি
মনের মধ্যে হিংস্র বাঘ গর্জে ওঠে
আমরা বন্ধুরা সব আরো গহীন জঙ্গলের-
দিকে এগিয়ে গিয়েছি
আমাদের মনের মধ্যে তখন
ক’জোড়া বাঘিনীর গল্প জমে উঠেছে…
চার.
তুমুল বৃষ্টি
মাথা বাঁচতে গাছের নিচে দাঁড়িয়েছি
তটস্থ পাতারা সবেমাত্র ডানা মেলে দিয়েছে
তখন পুরোদস্তুর একটি ভেজা আকাশ-
আমার মাখার উপর নেমে পড়ে
পাঁচ.
হাতের রেখার মতোন সে আমাকে
কাছে টেনে নিয়েছিল
তখন কতটি নক্ষত্র ফুটে উঠেছিল-
কে জানে!
আমি শূন্যতার দিকে তাকিয়ে বলেছিলাম –
‘ গ্যালিলিও… গ্যালিলিও…