Dhaka ০৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

প্রেমের সম্পর্ক গড়ে ডেকে এনে অশ্লীল ছবি তুলে বø্যাকমেইল \ নারীসহ গ্রেপ্তার ৪

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৪৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩
  • / ১১০৫ জন সংবাদটি পড়েছেন

মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তুলে সাইফুল ইসলাম নামে এক ব্যক্তিকে সিরাজগঞ্জ থেকে রাজবাড়ী ডেকে এনে আপত্তিকর ছবি তুলে বø্যাকমেইল করার অভিযোগে দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। মঙ্গলবার সকালে রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর গ্রামের একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার ও সাইফুলকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো রাজবাড়ীর কালুখালী উপজেলার তফাদিয়া গ্রামের মোছা. তামান্না আক্তার (২৬), সদর উপজেলার খানখানাপুর গ্রামের মো. আসাদুজ্জামান (৩৫), সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মো. সজিবুর রহমান সবুজ (২৬) ও সদর উপজেলার খানখানাপুর গ্রামের আসাদুজ্জামান লালের স্ত্রী তাসলিমা বেগম (২৭)। এ ঘটনায় ভুক্তভোগী সাইফুল ইসলাম বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা করেছেন। তিনি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বাসিন্দা।

মামলায় বাদী অভিযোগ করেন, ২০২২ সালের ডিসেম্বর মাসের শেষের দিকে তামান্নার সাথে মোবাইল ফোনে পরিচয় হয়। কয়েকদিন আগে তামান্না তাকে রাজবাড়ীর মেলা দেখতে আসার জন্য বলে। তামান্নার কথা মত সোমবার সাইফুল সিরাজগঞ্জ থেকে রাজবাড়ী শহরের শ্রীপুরে মেলা দেখতে আসেন। মেলা দেখা শেষে রাতে সাইফুল সিরাজগঞ্জ ফিরতে চান। কিন্তু তামান্না তাকে তাদের বাড়িতে নিয়ে যেতে চায়। সাইফুল যেতে রাজী না হওয়ায় চক্রের অপর তিন সদস্য এসে তাকে জোর করে একটি অটোরিক্সায় তুলে নিয়ে যায়। এরপর কল্যাণপুরের একটি ভাড়া করা বাসায় তাকে নিয়ে তামান্নার সাথে অশ্লীল ছবি ও ভিডিও তুলতে বাধ্য করে। এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছে ৫০ হাজার টাকা দাবি করে চক্রটি। সাইফুলের কাছে টাকা না থাকায় তার ফোন দিয়ে চাচার কাছে ফোন করে টাকা চাওয়া হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী সদর থানার এসআই কামরুজ্জামান শিকদার জানান, সাইফুলের চাচা বিষয়টি পুলিশকে জানালে নাম্বার ট্রাক করে চক্রটির অবস্থান নিশ্চিত করা হয়। এরপর মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে সাইফুলকে উদ্ধার ও চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, এই চক্রটি এভাবেই মানুষের সাথে প্রতারণা করে। তাদেরকে আদালতে চালান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রেমের সম্পর্ক গড়ে ডেকে এনে অশ্লীল ছবি তুলে বø্যাকমেইল \ নারীসহ গ্রেপ্তার ৪

প্রকাশের সময় : ০৮:৪৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩

মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তুলে সাইফুল ইসলাম নামে এক ব্যক্তিকে সিরাজগঞ্জ থেকে রাজবাড়ী ডেকে এনে আপত্তিকর ছবি তুলে বø্যাকমেইল করার অভিযোগে দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। মঙ্গলবার সকালে রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর গ্রামের একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার ও সাইফুলকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো রাজবাড়ীর কালুখালী উপজেলার তফাদিয়া গ্রামের মোছা. তামান্না আক্তার (২৬), সদর উপজেলার খানখানাপুর গ্রামের মো. আসাদুজ্জামান (৩৫), সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মো. সজিবুর রহমান সবুজ (২৬) ও সদর উপজেলার খানখানাপুর গ্রামের আসাদুজ্জামান লালের স্ত্রী তাসলিমা বেগম (২৭)। এ ঘটনায় ভুক্তভোগী সাইফুল ইসলাম বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা করেছেন। তিনি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বাসিন্দা।

মামলায় বাদী অভিযোগ করেন, ২০২২ সালের ডিসেম্বর মাসের শেষের দিকে তামান্নার সাথে মোবাইল ফোনে পরিচয় হয়। কয়েকদিন আগে তামান্না তাকে রাজবাড়ীর মেলা দেখতে আসার জন্য বলে। তামান্নার কথা মত সোমবার সাইফুল সিরাজগঞ্জ থেকে রাজবাড়ী শহরের শ্রীপুরে মেলা দেখতে আসেন। মেলা দেখা শেষে রাতে সাইফুল সিরাজগঞ্জ ফিরতে চান। কিন্তু তামান্না তাকে তাদের বাড়িতে নিয়ে যেতে চায়। সাইফুল যেতে রাজী না হওয়ায় চক্রের অপর তিন সদস্য এসে তাকে জোর করে একটি অটোরিক্সায় তুলে নিয়ে যায়। এরপর কল্যাণপুরের একটি ভাড়া করা বাসায় তাকে নিয়ে তামান্নার সাথে অশ্লীল ছবি ও ভিডিও তুলতে বাধ্য করে। এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছে ৫০ হাজার টাকা দাবি করে চক্রটি। সাইফুলের কাছে টাকা না থাকায় তার ফোন দিয়ে চাচার কাছে ফোন করে টাকা চাওয়া হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী সদর থানার এসআই কামরুজ্জামান শিকদার জানান, সাইফুলের চাচা বিষয়টি পুলিশকে জানালে নাম্বার ট্রাক করে চক্রটির অবস্থান নিশ্চিত করা হয়। এরপর মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে সাইফুলকে উদ্ধার ও চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, এই চক্রটি এভাবেই মানুষের সাথে প্রতারণা করে। তাদেরকে আদালতে চালান করা হয়েছে।