Dhaka ০৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আরেক মামলায় শ্যোন এরেস্ট মহিলা দলনেত্রী স্বেচ্ছাসেবী সোনিয়া

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩
  • / ১১১১ জন সংবাদটি পড়েছেন

আরেকটি মামলায় শ্যোন এরেস্ট দেখানো হয়েছে রাজবাড়ী জেলা মহিলা দলনেত্রী ‘রক্তকন্যা’ খ্যাত স্বেচ্ছাসেবী সোনিয়া আক্তার স্মৃতিকে। মঙ্গলবার তাকে রাজবাড়ী জেলা কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সোনিয়া আক্তার স্মৃতি রাজবাড়ী বøাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও জেলা মহিলা দলের নেত্রী। তিনি সৌদি আরব প্রবাসী খোকন আহমেদের স্ত্রী। প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় গত ৪ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি রাজবাড়ীর কারাগারে রয়েছেন।

সোনিয়া আক্তারের আইনজীবী অ্যড. নেকবার হোসেন মনি জানান, পাংশা উপজেলার পারনারায়ণপুর গ্রামের বাসিন্দা মো. আসাদ নামে এক ব্যক্তি সোনিয়া আক্তার স্মৃতির বিরুদ্ধে রাজবাড়ী থানায় মামলা করেন। এ মামলায় তিনি অভিযোগ করেছেন, রাজবাড়ী পৌর শিশু পার্কে ফুসকা উৎসবের নামে অশ্লীল নৃত্য ও গান বাজিয়ে মানুষকে বিরক্ত করা হয়েছে। এ মামলায় সোনিয়া আক্তার স্মৃতিকে শ্যোন এরেস্ট দেখিয়ে কায়সুন্নাহার সুরমার আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব গঙ্গাপ্রসাদপুর গ্রামের বাসিন্দা সামসুল আরেফিন চৌধুরীর দায়ের করা মামলায় ২০২২ সালের ৪ অক্টোবর রাতে রাজবাড়ী শহরের ৩ নং বেড়াডাঙ্গায় তার বাসা থেকে রাজবাড়ী সদর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। নি¤œ আদালতে জামিন নামঞ্জুর হওয়ার পর উচ্চ আদালতে আপীল করেন সোনিয়ার আইনজীবী। গত ৩১ অক্টোবর তারিখে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ অন্তবর্তী জামিনের আদেশ দেন। পরে সেই জামিনের আদেশ স্থগিত চেয়ে আপীল করে রাষ্ট্রপক্ষ। এ আপীলের প্রেক্ষিতে জামিন আদেশ দুই মাসের জন্য স্থগিত করা হয়।

সোনিয়া আক্তার স্মৃতি গত ১৩ বছর যাবৎ সামাজিক কর্মকান্ডের মাধ্যমে রাজবাড়ীতে ‘রক্তকন্যা’ হিসেবে পরিচিতি পেয়েছেন। তিনি নিজের এ পর্যন্ত ২৪ বার রক্ত দিয়েছেন। তার স্বেচ্ছাসেবকদের মাধ্যমে এ পর্যন্ত ২৭ হাজার ব্যাগ রক্ত যোগাড় করে দিয়েছেন।  এছাড়া দরিদ্র মানুষকেও তিনি সাধ্যমত সাহায্য সহযোগিতা করেছেন বিভিন্ন সময়ে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আরেক মামলায় শ্যোন এরেস্ট মহিলা দলনেত্রী স্বেচ্ছাসেবী সোনিয়া

প্রকাশের সময় : ০৯:০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩

আরেকটি মামলায় শ্যোন এরেস্ট দেখানো হয়েছে রাজবাড়ী জেলা মহিলা দলনেত্রী ‘রক্তকন্যা’ খ্যাত স্বেচ্ছাসেবী সোনিয়া আক্তার স্মৃতিকে। মঙ্গলবার তাকে রাজবাড়ী জেলা কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সোনিয়া আক্তার স্মৃতি রাজবাড়ী বøাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও জেলা মহিলা দলের নেত্রী। তিনি সৌদি আরব প্রবাসী খোকন আহমেদের স্ত্রী। প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় গত ৪ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি রাজবাড়ীর কারাগারে রয়েছেন।

সোনিয়া আক্তারের আইনজীবী অ্যড. নেকবার হোসেন মনি জানান, পাংশা উপজেলার পারনারায়ণপুর গ্রামের বাসিন্দা মো. আসাদ নামে এক ব্যক্তি সোনিয়া আক্তার স্মৃতির বিরুদ্ধে রাজবাড়ী থানায় মামলা করেন। এ মামলায় তিনি অভিযোগ করেছেন, রাজবাড়ী পৌর শিশু পার্কে ফুসকা উৎসবের নামে অশ্লীল নৃত্য ও গান বাজিয়ে মানুষকে বিরক্ত করা হয়েছে। এ মামলায় সোনিয়া আক্তার স্মৃতিকে শ্যোন এরেস্ট দেখিয়ে কায়সুন্নাহার সুরমার আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব গঙ্গাপ্রসাদপুর গ্রামের বাসিন্দা সামসুল আরেফিন চৌধুরীর দায়ের করা মামলায় ২০২২ সালের ৪ অক্টোবর রাতে রাজবাড়ী শহরের ৩ নং বেড়াডাঙ্গায় তার বাসা থেকে রাজবাড়ী সদর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। নি¤œ আদালতে জামিন নামঞ্জুর হওয়ার পর উচ্চ আদালতে আপীল করেন সোনিয়ার আইনজীবী। গত ৩১ অক্টোবর তারিখে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ অন্তবর্তী জামিনের আদেশ দেন। পরে সেই জামিনের আদেশ স্থগিত চেয়ে আপীল করে রাষ্ট্রপক্ষ। এ আপীলের প্রেক্ষিতে জামিন আদেশ দুই মাসের জন্য স্থগিত করা হয়।

সোনিয়া আক্তার স্মৃতি গত ১৩ বছর যাবৎ সামাজিক কর্মকান্ডের মাধ্যমে রাজবাড়ীতে ‘রক্তকন্যা’ হিসেবে পরিচিতি পেয়েছেন। তিনি নিজের এ পর্যন্ত ২৪ বার রক্ত দিয়েছেন। তার স্বেচ্ছাসেবকদের মাধ্যমে এ পর্যন্ত ২৭ হাজার ব্যাগ রক্ত যোগাড় করে দিয়েছেন।  এছাড়া দরিদ্র মানুষকেও তিনি সাধ্যমত সাহায্য সহযোগিতা করেছেন বিভিন্ন সময়ে।