Dhaka ১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

অন্তপ্রাণ সাধুসঙ্গ ও ভাব দর্শন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:১৩:৪০ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২
  • / ১১৪৪ জন সংবাদটি পড়েছেন

 রাজবাড়ী সাহিত্য পরিষদের উদ্যোগে শুক্রবার রাতে জেলা শিল্পকলা একাডেমির দ্বিতীয় তলায় সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। ‘অন্তপ্রাণ সাধুসঙ্গ ও ভাব দর্শন’ বিষয়ে মুখ্য আলোচক ছিলেন লালন গবেষক ফকির হৃদয় সাইঁ। আলোচনায় আরও অংশ নেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলতাফ হোসেন, রাজবাড়ী সদর উপজেলা চেয়ারম্যান অ্যড. ইমদাদুল হক বিশ^াস।

ফকির হৃদয় সাঁই বলেন, অন্তপ্রাণ সাধুসঙ্গ ও ভাবদর্শনের কথা বলা হয় তার শুরুটাই মানব দর্শন। দেখার চোখ যে অর্ন্তনিহিত বিষয় মানব সভ্যতা নিয়ে গবেষণা হচ্ছে। যান্ত্রিকময় জীবনে যন্ত্র আমাদের যান্ত্রিক করে তুলেছে। যে আধ্যাতিকতা যে গুরুর শিক্ষা যে গুরু সত্য যে গুরুর বাক্য সত্য আমাদের শান্তিময় মানুষ হিসেবে প্রকাশ করেছে।

আলোচক অ্যড. ইমদাদুল হক বিশ^াস বলেন, কর্মকে ধরেই সাধুরা অগ্রসর হয়। লালনের সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বড় অভাব ছিল। কিন্তু লালন ফকির ছিলেন সব ধর্ম মতের ঊর্ধ্বে। মানবসেবাই ছিল তার বড় ধর্ম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজবাড়ী সাহিত্য পরিষদের আহ্বায়ক কবি খোকন মাহমুদ। জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মী, সংগঠক এতে অংশগ্রহণ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অন্তপ্রাণ সাধুসঙ্গ ও ভাব দর্শন

প্রকাশের সময় : ০৮:১৩:৪০ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২

 রাজবাড়ী সাহিত্য পরিষদের উদ্যোগে শুক্রবার রাতে জেলা শিল্পকলা একাডেমির দ্বিতীয় তলায় সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। ‘অন্তপ্রাণ সাধুসঙ্গ ও ভাব দর্শন’ বিষয়ে মুখ্য আলোচক ছিলেন লালন গবেষক ফকির হৃদয় সাইঁ। আলোচনায় আরও অংশ নেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলতাফ হোসেন, রাজবাড়ী সদর উপজেলা চেয়ারম্যান অ্যড. ইমদাদুল হক বিশ^াস।

ফকির হৃদয় সাঁই বলেন, অন্তপ্রাণ সাধুসঙ্গ ও ভাবদর্শনের কথা বলা হয় তার শুরুটাই মানব দর্শন। দেখার চোখ যে অর্ন্তনিহিত বিষয় মানব সভ্যতা নিয়ে গবেষণা হচ্ছে। যান্ত্রিকময় জীবনে যন্ত্র আমাদের যান্ত্রিক করে তুলেছে। যে আধ্যাতিকতা যে গুরুর শিক্ষা যে গুরু সত্য যে গুরুর বাক্য সত্য আমাদের শান্তিময় মানুষ হিসেবে প্রকাশ করেছে।

আলোচক অ্যড. ইমদাদুল হক বিশ^াস বলেন, কর্মকে ধরেই সাধুরা অগ্রসর হয়। লালনের সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বড় অভাব ছিল। কিন্তু লালন ফকির ছিলেন সব ধর্ম মতের ঊর্ধ্বে। মানবসেবাই ছিল তার বড় ধর্ম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজবাড়ী সাহিত্য পরিষদের আহ্বায়ক কবি খোকন মাহমুদ। জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মী, সংগঠক এতে অংশগ্রহণ করেন।