বালিয়াকান্দিতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর
স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৯:৩০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
- / ১১৩৩ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নে অবৈধভাবে গড়ে ওঠা একটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া উপজেলার আরও ৯টি ইটভাটাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৩৩ লাখ টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার দুপুরে ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে এ দন্ড দেয়। পরিবেশ অধিদপএরর নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহফুজুর রহমান জানান, বালিয়াকান্দির জামালপুর ইউনিয়নে আয়নাল হকের ইটভাটাটি সম্পূঝর্ণ অবৈধভাবে গড়ে উঠেছে। সেটির কোনো লাইসেন্স নেই। যেকারণে ভাটাটি সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে ৯টি ইটভাটাকে মোট ৩৩ লাখ টাকা জরিমানা করা হয়।
Tag :