বালিয়াকান্দিতে ৩ ব্যবসায়ীর জরিমানা
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:০৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২
- / ১১৫৪ জন সংবাদটি পড়েছেন
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনসহ নানা অভিযোগে রাজবাড়ীর বালিয়াকান্দিতে সোমবার তিন ব্যবসায়ীকে মোট ১১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের সংমিশ্রণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন করায় বালিয়াকান্দির ত্রিলোচনপুর এলাকার মেহেদী বেকারীকে সাত হাজার টাকা, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা ও যথাযথভাবে পণ্য সামগ্রী বিক্রয় না করায় রামদিয়া বাজারের পাল স্টোরনকে তিন হাজার টাকা এবং লাবনী স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২,৪৩, ৩৮ ও ৪৫ ধারায় এসব জরিমানা করা হয় বলে জানান তিনি।
Tag :