প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার স্মৃতির শাস্তি দাবিতে মানববন্ধন
- প্রকাশের সময় : ০৯:৪০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২
- / ১১৮৯ জন সংবাদটি পড়েছেন
প্রধানমন্ত্রীকে কট‚ক্তির অভিযোগে গ্রেপ্তার ‘রক্তকন্যা’ খ্যাত স্বেচ্ছাসেবী সোনিয়া আকার স্মৃতির শাস্তি দাবিতে মানববন্ধন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ রাজবাড়ী জেলা শাখা। শুক্রবার সকালে রাজবাড়ী প্রধান সড়কের ইংলিশ মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় এক সমাবেশে বক্তৃতা করেন সংগঠনের ঢাকা জেলা উত্তরের সভাপতি মুরাদ শেখ, রাজবাড়ী জেলা শাখার সভাপতি ফরিদুর রহমান জয়, সাধারণ সম্পাদক নাহিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম রানা, মামলার বাদী বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য সচিব সামসুল আরেফিন চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, সোনিয়া আক্তার স্মৃতি তার ফেসবুক আইডিতে সরকারবিরোধী পোস্ট দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছেন। প্রধানমন্ত্রীকে নিয়ে কট‚ক্তি করেছেন। একাণে তার শাস্তি হওয়া উচিৎ।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীকে কট‚ক্তি করা হয়েছে এমন অভিযোগ এনে গত বুধবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য সচিব সামসুল আরেফিন চৌধুরী বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা করেন। পুলিশ ওই দিন রাত দেড়টার দিকে স্মৃতির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। স্মৃতি রাজবাড়ী বøাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা। দীর্ঘ প্রায় ১৩ বছর ধরে তিনি স্বেচ্ছাসেবক মূলক কর্মকান্ড করে আসছেন।