পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৬:০৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
- / ১১৮২ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ।।
রাজবাড়ীর পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে সোমবার রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলার বরাট ইউনিয়নবাসীর উদ্যোগে বরাট ইউনিয়নের উড়াকান্দায় পদ্মা নদীর পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় এক সমাবেশে বক্তৃতা করেন বরাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান সালাম, স্থানীয় বাসিন্দা মেছের আলী খান প্রমুখ।
বক্তারা বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে রাজবাড়ী শহর রক্ষা বেরি বাঁধ, নদী সংলগ্ন স্কুল-মাদ্রাসা, মসজিদ, হাট বাজার, কৃষিজমি, বসতঘর হুমকির মুখে পড়েছে। বালু উত্তোলন বন্ধ না হলে নদী ভাঙনে যে কোনো সময় এসব স্থাপনা বিলীন হয়ে যেতে পারে। অনতিবিলম্বে এই অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে হবে।
Tag :