ওএমএস টিসিবি ও খাদ্যবান্ধব কর্মসূচিতে চাল বিক্রয় কার্যক্রম উপলক্ষে প্রেস ব্রিফিং
- প্রকাশের সময় : ০৮:৫৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
- / ১১৩১ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ।। রাজবাড়ী জেলায় ওএমএস, টিসিবি এবং খাদ্যবান্ধব কর্মসূচিতে চাল বিক্রয় কার্যক্রম উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার রাজবাড়ী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে প্রেস ব্রিফিংয়ে অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহাবুর রহমান শেখ, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানা, জেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম শাহনেওয়াজ প্রমুখ।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ১ ে সপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ওএমএস, টিসিবি এবং খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি হবে। একজন ভোক্তা ৩ টাকা কেজি দরে প্রতিদিন ৫ কেজি করে ওএমএস এবং টিসিবি কর্মসূচিতে চাল সংগ্রহ করতে পারবেন।
অপরদিকে খাদ্যবান্ধব কর্মসূটিতে শুধুমাত্র কার্ডধারীরা প্রতি মাসে ৩০ কেজি করে ১৫ টাকা কেজি দরে চাল ক্রয় করতে পারবেন। এ কর্মসূচিতে সদর উপজেলার ২৯ জন ডিলারের মাধ্যমে ১২.৬০৩ জন কার্ডধারীর মধ্যে ৩৭৮ মে.টন, পাংশা উপজেলায় ৩৩ তজন ডিলারের মাধ্যমে ১৭ হাজার ১০ কার্ডধারীর মধ্যে ৫১০ মে.টন, গোয়ালন্দে ১২ জন ডিলারের মাধ্যমে ৬ হাজার ৯১ জন কার্ডধারীর মধ্যে ১৮২ মে,টন, কালুখালীতে ২৫ জন ডিলারের মাধ্যমে ১২ হাজার ৮৩৬ জন কার্ডধারীর মধ্যে ৩৮৫ মে.টন এবং এবং বালিয়াকান্দিতে ১৪ জন ডিলারের মাধ্যমে ৭ হাজার ৯৩৭ জন কার্ডধারীর মধ্যে ২৩৮ মে.টন চাল বিক্রি করা হবে।