গোয়ালন্দে চোরাই ফোনসেট বিক্রিকালে গ্রেপ্তার ৩
- প্রকাশের সময় : ০৬:৫৩:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
- / 195
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর গোয়ালন্দে চোরাই মোবাইল ফোনসেট বেচা-কেনা করা সময় হাতেনাতে ৩জনকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১১টি চোরই মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, গোয়ালন্দ পৌরসভার ৩নং ওয়ার্ডের কুমড়াকান্দি মহল্লার সাহাবউদ্দিন শেখের ছেলে আসিফ শেখ আকাশ (২৩), ৬নং ওয়ার্ডের জুড়ান মোল্লার পাড়া মহল্লার আক্কাছ সরদারের ছেলে মঈন সরদার (১৯) ও ৭নং ওয়ার্ডের কাজী পাড়া মহল্লার জয়নাল শেখের ছেলে জামাল শেখ (২৩)।
গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ বাজার প্রধান সড়কের মা টেলিকমের সামনে থেকে চোরাই মোবাইল ফোনসেট বেচাকেনার সময় হাতেনাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর একজন পালিয়ে যায়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে রোববার রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।