Dhaka ০৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়ায় নদী পারের অপেক্ষায় শত শত যানবাহন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৩২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
  • / 393

জনতার আদালত অনলাইন ॥  অতিরিক্ত যানবাহনের চাপে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পর্যাপ্ত ফেরি থাকার পরও দৌলতদিয়া ঘাট এলাকায় নদী পারের অপেক্ষায় শত শত বিভিন্ন যানবাহন আটকা পড়েছে। এতেকরে যাত্রী ও যানবহনের চালক এবং সংশ্লিষ্টরা চরম দূর্ভোগের শিকার হচ্ছেন।

সরেজমিন মঙ্গলবার দুপুরে দৌলতদিয়া ঘাট ঘুরে সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, মঙ্গলবার সকাল থেকেই দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে গোয়ালন্দ ফায়ার সার্ভিস পর্যন্ত অন্তত ৪ কিলোমিটার জুরে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। ফেরির জন্য অপেক্ষমান যানবাহনগুলোর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশী। কর্তৃপক্ষ যাত্রী ভোগান্তির বিষয়টি বিবেচনা করে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী ও পচনশীল দ্রব্যের যানবাহনকে পার করার কারণে পণ্যবাহি ট্রাকের সংখ্যা সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে।

ফরিদপুরের বোয়ালমারী থেকে আসা ঢাকামামী বাসের যাত্রী জাহাঙ্গীর হোসেন বলেন, সকাল ৭টার দিকে বোয়ালমারী থেকে রওনা হয়ে বেলা ১১টা নাগাদ দৌলতদিয়া ফেরিঘাটে এসে নদী পার হওয়ার জন্য দীর্ঘ সময় মহাসড়কে বাসের মধ্যে আটকে আছি। জানিনা কখন ফেরির নাগাল পাব। তীব্র গরমের কারনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে জানান তিনি।

যশোর থেকে কভার্ডভ্যানে চাউর বোঝাই করে আসা ট্রাক চালক আমির হোসেন বলেন, ফেরির সংখ্যা পর্যাপ্ত থাকায় বিগত কয়েকদিন দৌলতদিয়া ঘাটে তেমন দূর্ভোগ পোহাতে হয়নি। হঠাৎ করে গত কাল থেকে দেখছি গাড়ীর প্রচুর চাপ বেড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরী হয়েছে।

বিআইডাব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক শিহাব উদ্দিন জানান, দৌলতদিয়ায় বাস-ট্রাকসহ পারাপারের অপেক্ষায় কয়েকশ বিভিন্ন যানবাহন আটকে আছে। কিছু বাসচালক মহাসড়কে গাড়ী এলোমেলো করে আটকে রাখায় মানুষের ভোগান্তি বেড়েছে। এতে যানজট সৃষ্টি হয়ে যানবাহন পারাপারে বিলম্ব হচ্ছে। বর্তমানে এ নৌরুটে ২০টি ফেরি চলাচল করছে বলে জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দৌলতদিয়ায় নদী পারের অপেক্ষায় শত শত যানবাহন

প্রকাশের সময় : ০৮:৩২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১

জনতার আদালত অনলাইন ॥  অতিরিক্ত যানবাহনের চাপে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পর্যাপ্ত ফেরি থাকার পরও দৌলতদিয়া ঘাট এলাকায় নদী পারের অপেক্ষায় শত শত বিভিন্ন যানবাহন আটকা পড়েছে। এতেকরে যাত্রী ও যানবহনের চালক এবং সংশ্লিষ্টরা চরম দূর্ভোগের শিকার হচ্ছেন।

সরেজমিন মঙ্গলবার দুপুরে দৌলতদিয়া ঘাট ঘুরে সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, মঙ্গলবার সকাল থেকেই দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে গোয়ালন্দ ফায়ার সার্ভিস পর্যন্ত অন্তত ৪ কিলোমিটার জুরে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। ফেরির জন্য অপেক্ষমান যানবাহনগুলোর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশী। কর্তৃপক্ষ যাত্রী ভোগান্তির বিষয়টি বিবেচনা করে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী ও পচনশীল দ্রব্যের যানবাহনকে পার করার কারণে পণ্যবাহি ট্রাকের সংখ্যা সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে।

ফরিদপুরের বোয়ালমারী থেকে আসা ঢাকামামী বাসের যাত্রী জাহাঙ্গীর হোসেন বলেন, সকাল ৭টার দিকে বোয়ালমারী থেকে রওনা হয়ে বেলা ১১টা নাগাদ দৌলতদিয়া ফেরিঘাটে এসে নদী পার হওয়ার জন্য দীর্ঘ সময় মহাসড়কে বাসের মধ্যে আটকে আছি। জানিনা কখন ফেরির নাগাল পাব। তীব্র গরমের কারনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে জানান তিনি।

যশোর থেকে কভার্ডভ্যানে চাউর বোঝাই করে আসা ট্রাক চালক আমির হোসেন বলেন, ফেরির সংখ্যা পর্যাপ্ত থাকায় বিগত কয়েকদিন দৌলতদিয়া ঘাটে তেমন দূর্ভোগ পোহাতে হয়নি। হঠাৎ করে গত কাল থেকে দেখছি গাড়ীর প্রচুর চাপ বেড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরী হয়েছে।

বিআইডাব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক শিহাব উদ্দিন জানান, দৌলতদিয়ায় বাস-ট্রাকসহ পারাপারের অপেক্ষায় কয়েকশ বিভিন্ন যানবাহন আটকে আছে। কিছু বাসচালক মহাসড়কে গাড়ী এলোমেলো করে আটকে রাখায় মানুষের ভোগান্তি বেড়েছে। এতে যানজট সৃষ্টি হয়ে যানবাহন পারাপারে বিলম্ব হচ্ছে। বর্তমানে এ নৌরুটে ২০টি ফেরি চলাচল করছে বলে জানান তিনি।