Dhaka ০৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীর ৯ স্থানে এমপির ব্যানার ফেস্টুন ভাংচুরের অভিযোগ ॥ এসপিকে চিঠি

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৪৩:৫২ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
  • / 780

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী জেলার ৯টি স্থানে তার ব্যনার, ফেস্টুন ও শুভেচ্ছা গেট ভেঙে  ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দিয়েছেন রাজবাড়ীর পুলিশ সুপারকে। রোববার বিকেলে জাতীয়  সংসদের প্যাডে চিঠিটি পুলিশ সুপারকে দেওয়া হয়। যার অনুলিপি দেওয়া হয়েছে ঢাকা রেঞ্জের ডিআইজি, ডিজিএফআই এর যশোর অফিসের শাখা অধিনায়ক, রাজবাড়ীর জেলা প্রশাসক ও এনএসআই এর রাজবাড়ীর উপ পরিচালককে।

এসপির কাছে দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে , রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার বিভিন্ন স্থানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও তার (এমপি) ছবি দিয়ে ব্যানার, ফেস্টুন ও শুভেচ্ছা গেট দেওয়া হয়েছিল । গত ২১ সেপ্টেম্বর সম্পন্ন হওয়া বর্ধিত সভা ও আগামী ১৬ অক্টোবর জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনকে সামনে রেখে এসব ব্যানার, ফেস্টুন ও শুভেচ্ছা গেট করা হয়েছিল। কিন্তু বর্ধিত সভার আগের দিন ২০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত  দৌলতদিয়া লঞ্চঘাট, ফেরিঘাট, বাইপাস সড়ক, খানখানাপুর ব্রীজ, রাজবাড়ী জেলা পরিষদ, শ্রীপুর, পাবলিক হেলথ মোড়, শহরের রেলগেট এলাকায় তার ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুন ও শুভেচ্ছা গেট দুর্বৃত্তরা ভেঙে ফেলেছে।

এবিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য চিঠিতে জোর সুপারিশ করা হয়।

রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান  ব্যানার, ফেস্টুন ও শুভেচ্ছা গেট ভাঙার ঘটনায় এমপির চিঠি প্রাপ্তির স্বীকার করে জানান, বিষয়টি তিনি দেখছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীর ৯ স্থানে এমপির ব্যানার ফেস্টুন ভাংচুরের অভিযোগ ॥ এসপিকে চিঠি

প্রকাশের সময় : ০৭:৪৩:৫২ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী জেলার ৯টি স্থানে তার ব্যনার, ফেস্টুন ও শুভেচ্ছা গেট ভেঙে  ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দিয়েছেন রাজবাড়ীর পুলিশ সুপারকে। রোববার বিকেলে জাতীয়  সংসদের প্যাডে চিঠিটি পুলিশ সুপারকে দেওয়া হয়। যার অনুলিপি দেওয়া হয়েছে ঢাকা রেঞ্জের ডিআইজি, ডিজিএফআই এর যশোর অফিসের শাখা অধিনায়ক, রাজবাড়ীর জেলা প্রশাসক ও এনএসআই এর রাজবাড়ীর উপ পরিচালককে।

এসপির কাছে দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে , রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার বিভিন্ন স্থানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও তার (এমপি) ছবি দিয়ে ব্যানার, ফেস্টুন ও শুভেচ্ছা গেট দেওয়া হয়েছিল । গত ২১ সেপ্টেম্বর সম্পন্ন হওয়া বর্ধিত সভা ও আগামী ১৬ অক্টোবর জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনকে সামনে রেখে এসব ব্যানার, ফেস্টুন ও শুভেচ্ছা গেট করা হয়েছিল। কিন্তু বর্ধিত সভার আগের দিন ২০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত  দৌলতদিয়া লঞ্চঘাট, ফেরিঘাট, বাইপাস সড়ক, খানখানাপুর ব্রীজ, রাজবাড়ী জেলা পরিষদ, শ্রীপুর, পাবলিক হেলথ মোড়, শহরের রেলগেট এলাকায় তার ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুন ও শুভেচ্ছা গেট দুর্বৃত্তরা ভেঙে ফেলেছে।

এবিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য চিঠিতে জোর সুপারিশ করা হয়।

রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান  ব্যানার, ফেস্টুন ও শুভেচ্ছা গেট ভাঙার ঘটনায় এমপির চিঠি প্রাপ্তির স্বীকার করে জানান, বিষয়টি তিনি দেখছেন।