রাজবাড়ীতে পদ্মার ভাঙন, হুমকিতে শহর রক্ষা বাঁধ
- প্রকাশের সময় : ০৮:০০:৩৭ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১
- / ১৬১৭ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে হঠাৎ পদ্মায় দেখা দিয়েছে ভাঙন। আজ বিকেল ৫ টার পর হঠাৎ পদ্মায় ভাঙন দেখা দিলে নদীতে ৩০০ মিটার এলাকা বিলীন হয়। এতে ২ টি বসত বাড়ি কিছুখনের মধ্যই নদীতে চলে যায়। ঝুঁকিতে রয়েছে পদ্মা পাড়ের অনেক বসতভিটা, ব্যসবসাপ্রতিষ্ঠান ছাড়াও রয়েছে মসজিদ। ভাঙ্গন দেখা দেয়ায় গ্রামের মানুষ গুলোর মধ্যে দেখা দিয়েছে মারাত্মক ভাঙ্গন আতঙ্ক।বসতবাড়ির আসবাবপত্র নিয়ে অন্যত্র নিরাপদ স্থানে সরে যাচ্ছেন সবাই।
রাজবাড়ী সদর পৌরসভার ৯ নং ওয়ার্ড এর গোদার বাজার এলাকায় এই ভাঙন দেখা দেয়।
সরোজমিনে গিয়ে দেখা যায় পদ্মার ভাঙ্গন এর তান্ডব। যা চলে এসেছে শহর রক্ষা বাধের কাছে। বাঁধ থেকে আর মাত্র ১০-১২ ফুট দূরে রয়েছে পদ্মা। ভাঙ্গনঅব্যাহত থাকায় বিলীন হতে পারে শহর রক্ষা বাঁধ। এতে ভাঙ্গন এলাকার সবাই তাড়াহুড়া করে আসবাবপত্র নিয়ে সরে যাচ্ছেন।
স্থানীয় মুক্তার পৌর ৯ নং ওয়ার্ড এর বাসিন্দা মুক্তার ব্যাপারি বলেন, আজ বিকেল থেকে টম হঠাৎ ভাঙ্গন শুরু হয়। ঘর থেকে নদী আর মাত্র ১০-২২হাত দূরে। এখন তাড়াহুড়া করে সব কিছু সরিয়ে নিচ্ছি। জানিনা বাড়িটা থাকবে কিনা।
এছাড়াও ৯ নং ওয়ার্ড এর আয়নাল শিকদার, আলম ব্যাপারী, মতি মন্ডল সহ অনেকেই। তারা তাদের বাড়ির আসবাবপত্র সরিয়ে নিরাপদ জায়গায় যাচ্ছেন।
রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের উপ- নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অংকুর বলেন, হঠাৎ করেই আজ বিকেলে গোদার বাজার এলাকায় ভাঙ্গন দেখা দেয়। আমরা সাথে সাথেই ভাঙ্গন ঠেকাতে জিও ব্যাগ ফেলে ভাঙ্গন ঠেকাতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। সকালে জিও টিউব ফেলা হবে। ভাঙ্গন ঠেকাতে আমার চেষ্টা অব্যাহত রাখছি।