গোয়ালন্দে ৪ জুয়ারু গ্রেপ্তার
- প্রকাশের সময় : ০৬:০৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১
- / 184
জনতার আদালত অনলাইন ॥ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় জুয়ার আসরে অভিযান চালিয়ে শুক্রবার চার জুয়ারুকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, গোয়ালন্দ উপজেলার ১নং বেপারী পাড়া গ্রামের জুলহাস খা (৫০), ২নং বেপারী পাড়া গ্রামের হবি ফকীর (৩৯), হোসেন মন্ডলের পাড়া গ্রামের হাসেম মৃধা (৩৩) ও ফরিদপুর জেলার শিবরামপুর এলাকার রিপন শেখ (৩৩)।
গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর সোয়া ৫টার দিকে দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন সাইমদ্দিন বোডিংয়ের ১৭ নং কক্ষ থেকে জুয়া খেলায়রত ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ৪ হাজার ২শ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার সেকেন্ড অফিসার এসআই জাকির হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।