মাদকসহ গ্রেপ্তার ৩
- প্রকাশের সময় : ০৮:২২:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
- / 276
জনতার আদালত অনলাইন ॥ মাদকদ্রব্য নিয়ন্তণ অধিদপ্তর, রাজবাড়ী ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত মাদক ব্যাবসায়ীরা হলো, রাজবাড়ী জেলা সদরের বরাট ইউনিয়নের মোঃ মোবারক বিশ্বাসের পুত্র মোঃ লিটন বিশ্বাশ(৩৫), মূলঘর ইউনিয়নের এরেন্দা গ্রামের জামাল মালতের পুত্র রাজ্জাক মালত(৩২) ও জেলার গোয়ালন্দ পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাজিপাড়া গ্রামের মোঃ আব্দুর রহমান শেখের ছেলে মোঃ মনোয়ার শেখ ওরফে মনো( ৪২)।
সদর উপজেলার বরাট থেকে ২৬ পুড়িয়া হিরোইন ও মাদক দ্রব্য বিক্রির ১২ হাজার টাকা সহ লিটন বিশ্বাশ(৩৫) কে আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী গোয়ালন্দ উপজেলার জামতলা থেকে মোঃ মনোয়ার শেখ ওরফে মনো( ৪২)আটক করা হয়। তার কাছ থেকে ০৫(পাচ) গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। আটককৃতদের তথ্য অনুযায়ী রাত সাড়ে ১০ টায় গোয়ালন্দ মোড় থেকে দুইশ পিস ইয়াবা সহ রাজ্জাক মালতকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় ২ টি ও গোয়ালন্দ ঘাট থানায় ১ টি মোট ৩ টি মামলা দায়ের করা হয়।
আটককৃত ৩ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।