গোয়ালন্দে বাল্যবিয়ের আয়োজন করায় বরকে জরিমানা
- প্রকাশের সময় : ০৮:১৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
- / 211
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করাসহ বরপক্ষকে ৫ হাজার টাকা জরিমান করা হয়েছে। বুধবার (৪আগস্ট) সন্ধ্যায় ওই কিশোরীর বাড়িতে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করেন সহকারী কমিশনার (ভুমি) মো. রফিকুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মো. তোফাজ্জেল শেখ এর কন্যার সঙ্গে দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মন্ডল পাড়া এলাকার মো. সেকেন মন্ডলের ছেলে ছালাম মন্ডলের সাথে বাল্যবিয়ের আয়োজন চলছিল। এসময় সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট মো. রফিকুল ইসলাম এ বাল্যবিবাহ বন্ধ করে দেন। সেই সাথে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাল্যবিবাহ প্রতিরোধ আইন ২০১৭ এর ধারা ৫ মোতাবেক বর পক্ষকে ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন। এছাড়া ভবিষ্যতে বাল্যবিয়ের চেষ্টা করবে না মর্মে উভয় পক্ষের মুচলেকা গ্রহন করেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম জানান, বাল্যবিয়ের গোপন সংবাদ পেয়ে আমি কনের বাড়ীতে উপস্থিত হই। ঘটনা নিশ্চিত হওয়ার পর ওই কনের বাবার কাছ থেকে ভবিষ্যতে বয়স পূর্ন না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দেয়ার লিখিত অঙ্গিকার নেয়া হয়। তাছাড়া বাল্য বিবাহ নিরোধ আইনে বর পক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।