Dhaka ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

২৬ কেজির পাঙাস ধরা জেলের জালে

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৫৪:২৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১
  • / 212

জনতার আদালত অনলাইন ॥ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটের অদুরে পদ্মা-যমুনার মোহনায় জেলের জালে আটকা পড়লো ২৬ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ।  মাছটি ৩৯ হাজার টাকায় বিক্রি হয়েছে। বুধবার (২৮জুলাই) সকাল ১০টার দিকে মানিকগঞ্জ জেলার জাফরগঞ্জ এলাকার জেলে পরান হলদারের জালে  পাঙ্গাস মাছটি আটকা পড়ে।

জানা গেছে, জেলে পরান হালদার বুধবার নৌকা থেকে মাছটি দৌলতদিয়া বাজারে দুলাল মন্ডলের আড়তে নিয়ে আসলে উন্মুক্ত দরের মাধ্যমে স্থানীয়  মৎস্য  ব্যবসায়ী  লালচাঁদ  ও মাসুদ মোল্লা ১৪শ ৫০ টাকা কেজি দরে মোট ৩৭ হাজার ৭শ টাকা দিয়ে কিনে নেন। এ সময় বিশাল আকারের মাছটি দেখতে সেখানে উৎসুক জনতা  ভিড় জমায়। পরে মাছটি ১ হাজার ৫’শ টাকা কেজি দরে মোট ৩৯ হাজার টাকায় ঢাকার এক কাঁচামাল ব্যবসায়ীর নিকট পাঙাস মাছটি বিক্রি  করেন।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী  লালচাঁদ খান  জানান, এখন  নদীতে নতুন পানি বৃদ্ধি পাচ্ছে। সে কারনে জেলেদের জালে বড় বড় মাছ ধরা পড়ছে। এত বড় পাঙ্গাস মাছ সব সময় নদীতে পাওয়া  যায় না। ত

এদিকে দৌলতদিয়া ৫ নং ফেরি ঘাটের পন্টুনের পাশে পদ্মা নদী থেকে এবার সৌখিন মৎস্য শিকারীর বড়শিতে ১ কেজি ওজনের দেড় ফিট লম্বা আকৃতির বিরল প্রজাতির একটি বাওস (বাঙ্গোশ) মাছ ধরা পড়েছে।          বুধবার সকাল ১০টার দিকে দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের পন্টুনের পাশে ফাঁকা জায়গায় বড়শি ফেলে মাছটি ধরেন স্থানীয় সৌখিন মৎস শিকারী আইনউদ্দীন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

২৬ কেজির পাঙাস ধরা জেলের জালে

প্রকাশের সময় : ০৭:৫৪:২৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১

জনতার আদালত অনলাইন ॥ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটের অদুরে পদ্মা-যমুনার মোহনায় জেলের জালে আটকা পড়লো ২৬ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ।  মাছটি ৩৯ হাজার টাকায় বিক্রি হয়েছে। বুধবার (২৮জুলাই) সকাল ১০টার দিকে মানিকগঞ্জ জেলার জাফরগঞ্জ এলাকার জেলে পরান হলদারের জালে  পাঙ্গাস মাছটি আটকা পড়ে।

জানা গেছে, জেলে পরান হালদার বুধবার নৌকা থেকে মাছটি দৌলতদিয়া বাজারে দুলাল মন্ডলের আড়তে নিয়ে আসলে উন্মুক্ত দরের মাধ্যমে স্থানীয়  মৎস্য  ব্যবসায়ী  লালচাঁদ  ও মাসুদ মোল্লা ১৪শ ৫০ টাকা কেজি দরে মোট ৩৭ হাজার ৭শ টাকা দিয়ে কিনে নেন। এ সময় বিশাল আকারের মাছটি দেখতে সেখানে উৎসুক জনতা  ভিড় জমায়। পরে মাছটি ১ হাজার ৫’শ টাকা কেজি দরে মোট ৩৯ হাজার টাকায় ঢাকার এক কাঁচামাল ব্যবসায়ীর নিকট পাঙাস মাছটি বিক্রি  করেন।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী  লালচাঁদ খান  জানান, এখন  নদীতে নতুন পানি বৃদ্ধি পাচ্ছে। সে কারনে জেলেদের জালে বড় বড় মাছ ধরা পড়ছে। এত বড় পাঙ্গাস মাছ সব সময় নদীতে পাওয়া  যায় না। ত

এদিকে দৌলতদিয়া ৫ নং ফেরি ঘাটের পন্টুনের পাশে পদ্মা নদী থেকে এবার সৌখিন মৎস্য শিকারীর বড়শিতে ১ কেজি ওজনের দেড় ফিট লম্বা আকৃতির বিরল প্রজাতির একটি বাওস (বাঙ্গোশ) মাছ ধরা পড়েছে।          বুধবার সকাল ১০টার দিকে দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের পন্টুনের পাশে ফাঁকা জায়গায় বড়শি ফেলে মাছটি ধরেন স্থানীয় সৌখিন মৎস শিকারী আইনউদ্দীন।