Dhaka ১১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দ সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৫৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
  • / 598

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর গোয়ালন্দে বৃহস্পতিবার সাপের কামড়ে জোসনা বেগম (৩৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। তিনি গোয়ালন্দ পৌরসভার ৩নং ওয়ার্ডের নছরউদ্দিন সরদার পাড়া মহল্লার আব্দুর রশিদের স্ত্রী।

নিহতের পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রবল বৃষ্টিপাত শুরু হয়। এসময় জোসনা বেগমের বাড়ি থেকে বৃষ্টির পানি নিষ্কাশনের পাইপের মুখ বন্ধ হয়ে জলাবদ্ধ হয়ে পরে। জোসনা বেগম ওই পাইপের মুখ থেকে ময়লা পা দিয়ে পরিষ্কার করে দিতে গেলে তার পায়ে বিষধর সাপে কামর দেয়। তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নিতাই কুমার জানান, সাপে কাটা ওই রোগীর স্বজনরা তাকে গোয়ালন্দ হাসপাতালে আনেননি। তারা সরাসরি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দ সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

প্রকাশের সময় : ০৭:৫৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর গোয়ালন্দে বৃহস্পতিবার সাপের কামড়ে জোসনা বেগম (৩৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। তিনি গোয়ালন্দ পৌরসভার ৩নং ওয়ার্ডের নছরউদ্দিন সরদার পাড়া মহল্লার আব্দুর রশিদের স্ত্রী।

নিহতের পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রবল বৃষ্টিপাত শুরু হয়। এসময় জোসনা বেগমের বাড়ি থেকে বৃষ্টির পানি নিষ্কাশনের পাইপের মুখ বন্ধ হয়ে জলাবদ্ধ হয়ে পরে। জোসনা বেগম ওই পাইপের মুখ থেকে ময়লা পা দিয়ে পরিষ্কার করে দিতে গেলে তার পায়ে বিষধর সাপে কামর দেয়। তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নিতাই কুমার জানান, সাপে কাটা ওই রোগীর স্বজনরা তাকে গোয়ালন্দ হাসপাতালে আনেননি। তারা সরাসরি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিল।