গোয়ালন্দে বিদ্যুৎপৃর্শে গৃহবধূর মৃত্যু
- প্রকাশের সময় : ০৭:৩০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১
- / 182
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর গোয়ালন্দে বিদ্যুৎপৃষ্ঠে সাবিনা আক্তার (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের রবিউল্লা বেপারীর পাড়ার মাসুদ বেপারীর স্ত্রী। শুক্রবার বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
মাসুদ বেপারীর মামা ও স্থানীয় বাসিন্দা আঃ রহিম মন্ডল জানান, বেলা ১২ টার দিকে তার ভাগনে বৌ সাবিনা বাড়ির গরুর ঘরে যায় গরুর খাবার দিতে। এ সময় ওই ঘরে থাকা বিদ্যুতে তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়। এর কিছুক্ষন পর মাসুদ বেপারী ও তার ছেলে গরুর ঘরে গিয়ে সাবিনাকে গুরুতর আহত মাটিতে পড়ে থাকতে দেখে। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। মাসুদ বেপারী গোয়ালন্দ বাজার আড়ৎপট্টি এলাকার একজন ব্যবসায়ী। পরিবারে তাদের ১ টি ছেলে ও ২ টি মেয়ে সন্তান রয়েছে।
বাদ আছর নামাজে জানাযা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। তার এ অকাল মৃত্যুতে নিহতের পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে তিনি জানান।