বালিয়াকান্দিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুরী পেটা
- প্রকাশের সময় : ০৫:১৯:১২ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
- / ১৩৬০ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বেতেঙ্গা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাতুরী পেটা করার অভিযোগ উঠেছে।
হাতুরী পেটার শিকার যুবকের নাম, রাসেল তালুকদার (২০)। সে উপজেলার জামালপুর ইউনিয়নের বেতেঙ্গা গ্রামের আমির আলী তালুকদারের ছেলে। তাকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন রাসেল তালুকদার অভিযোগ করে বলেন, আমি টাইলসের কাজ করি। সম্প্রতি এক ঠিকাদারের কাজের সময় একই গ্রামের জিয়া সরদারের ছেলে আসাদ সরদারকে কাজে নিয়ে যাই। সেখানে কাজ করার ৫০০ টাকা বাঁকী থাকে। ঠিকাদার না দেওয়ার কারণে তাকে দিতে পারিনি। আমার নিকট টাকা চাইলে তাকে বলি চল ঠিকাদারের নিকট গিয়ে টাকা আনি। সে না গিয়ে আমাকে চাপ সৃষ্টি করে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আমি বেতেঙ্গা রেল ব্রীজ পার হয়ে কাজ শেষে বাড়ী ফিরছিলাম। রেল ব্রীজের নিকট পৌছালে আসাদসহ ৪-৫জন আমাকে গতিরোধ করে কাছে থাকা নগদ ৮ হাজার টাকা, একটি রিয়েলমী ৫আই মডেলের মোবাইল সেট ছিনিয়ে নেয়। আমি প্রতিবাদ করলে আমাকে হাতুরী দিয়ে পিটিয়ে মারাত্বক আহত করে। আমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা ফেলে রেখে চলে যায়। আমাকে আহত অবস্থায় উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে। এব্যাপারে রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
হামলাকারীদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।