গোয়ালন্দে পারিবারিক বিরোধে যুবক নিহত
- প্রকাশের সময় : ০৬:৫৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১
- / 635
জনতার আদালত অনলাইন ॥ গোয়ালন্দে তুচ্ছ ঘটনায় শনিবার বেলা ১১টার দিকে তুষার শেখ (১৯) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সে উপজেলার উচানচর ইউনিয়নের বিশ্বনাথ পাড়া গ্রামের আসলাম শেখের ছেলে।
এ ঘটনায় নিহত তুষারের আপন চাচাতো ভাই অভিযুক্ত বাধন শেখ (১৮) ও তার মা ফেরদৌসী বেগম (৪৫) কে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। আটককৃতরা পলাশ শেখের ছেলে ও স্ত্রী।
প্রতিবেশীদের সাথে কথা বলে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আসলাম শেখ ও তার ভাই পলাশ শেখের মধ্যে মনোমালিন্য চলে আসছিল। শনিবার সকালে ঝারফুঁক করার জন্য পলাশ শেখ বাড়িতে ফকির আনে। এতে ক্ষিপ্ত হয়ে আসলাম শেখ আগত ফকিরকে গালাগালি করে তাড়িয়ে দেয়। এ নিয়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এসময় পলাশ শেখের ছেলে বাধনের মারপিটে চাচাতো ভাই তুষার গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, ঘটনা জানার পর অভিযুক্ত বাধন ও তার মা ফেরদৌসী বেগমকে আটক করা হয়েছে। নিহতের লাশ ফরিদপুরে ময়নাতদন্ত শেষে আনা হবে। এ ঘটনায় এখনো থানায় অভিযোগ হয়নি।