দৌলতদিয়া ফেরি ঘাটের পন্টুন থেকে মাইক্রবাস নদীতে ;চালক নিখোজ
- প্রকাশের সময় : ০৯:০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১
- / 251
জনতার আদালত অনলাইন ॥ দৌলতদিয়া ফেরি ঘাটের পল্টুন থেকে পড়ে একটি নোহা মাইক্রবাস নদীতে ডুবে গেছে। সকাল সাড়ে ১১ টার দিকে ৫ নং ফেরি ঘাটে এ দুঘটনার ঘটে। এঘটনার তিন ঘন্টা উদ্ধার চালিয়ে মাইক্রোবাস টি উদ্ধার করলেও নিখোঁজ রয়েছে চালক।
স্থানীয়রা ও প্রত্যক্ষদশী জাহিদ জানায়,সকাল ১১ টার দিকে ঘাট এলাকায় ঝড় শুরু হয়। এতে পল্টুন বেধে রাখা দড়ি ছিড়ে পল্টুন ঘাট থেকে একটু দূরে চলে যায়। এতে পল্টুনে থাকা মাইক্রবাসটি নদীতে পরে সাথে সাথেই ডুবে যায়। সে সময় গাড়িতে থাকা ড্রাইভার গাড়ি থেকে বেড় হওয়ার চেষ্টা করে। পরে গাড়িটির সাথে ডুবে যায় তিনি।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তিন ঘন্টা উদ্ধার চালিয়ে ডুবে যাওয়া নোহা গাড়ি ঢাকা মেট্রো চ- ১৪-২৬০৮ নাম্বারের গাড়িটি উদ্ধার করা হয়। তবে এখনো নিখোঁজ রয়েছে গাড়ির চালক। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।