Dhaka ০১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নিম্নমানের ইট ব্যবহার করায় রাস্তা নির্মাণ কাজ বন্ধ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:০২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১
  • / ১২৫১ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের সন্ধ্যা মোড় থেকে সাঙ্গুড়া পর্যন্ত রাস্তা নির্মাণে নি¤œমানের ইট ব্যবহার করায় কাজ বন্ধ করে দিয়েছেন উপজেলা প্রকৌশলী।

জানা গেছে, সন্ধ্যা মোড় থেকে সাঙ্গুড়া পর্যন্ত আড়াই কিলোমটার রাস্তা এইচবিবি করণের কাজ পেয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান সরদার এন্টার প্রাইজ। উপজেলা এলজিইডি কাজটি বাস্তবায়ন করছে। এক সপ্তাহ আগে কাজটি শুরু হয়। সন্ধ্যা গ্রামের বাসিন্দা প্রদীপ বিশ্বাস, দেবা বালা, দেবব্রত বিশ্বাস, আজুসহ অনেকেই জানান, রাস্তা নির্মাণের জন্য যেসব ইট আনা হয়েছে তা অত্যন্ত নি¤œমানের। তারা বাধা দিয়েছিলেন কিন্তু কোনো লাভ হয়নি। পরে ইঞ্জিনিয়ার এসে কাজ বন্ধ করে দেন। নির্মাণাধীন সড়কের দুপাশে এখনও রয়ে গেছে ইটগুলো।

ঠিকাদারী প্রতিষ্ঠান সরদার এন্টার প্রাইজের স্বত্ত্বাধিকারী মোতাহার হোসেন বলেন, রাস্তায় কোনো নি¤œমানের ইট ব্যবহার করা হয়নি। ওই অভিযোগে প্রকৌশলী কাজ বন্ধ করেননি। আসলে রাস্তায় প্রথম লেয়ারে বালু দেয়া হচ্ছিল না একারণে বন্ধ করে দিয়েছে কাজ।

বালিয়াকান্দি এলজিইডির উপজেলা প্রকৌশলী আলমগীর বাদশা বলেন, নি¤œমানের ইট ব্যবহারের অভিযোগে কাজটি বন্ধ করা হয়েছে। নি¤œমানের সামগ্রী না সরালে কাজ শুরু করার অনুমতি দেওয়া হবেনা। ওখানে অবশ্যই বিধি মোতাবেক কাজ হবে। ঠিকাদারকে এব্যাপারে বলা হয়েছে। আমরাও সচেতন রয়েছি।

কত টাকা ব্যয়ে রাস্তাটি নির্মাণ হচ্ছে সেটা তিনি জানাতে পারেননি।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নিম্নমানের ইট ব্যবহার করায় রাস্তা নির্মাণ কাজ বন্ধ

প্রকাশের সময় : ০৯:০২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের সন্ধ্যা মোড় থেকে সাঙ্গুড়া পর্যন্ত রাস্তা নির্মাণে নি¤œমানের ইট ব্যবহার করায় কাজ বন্ধ করে দিয়েছেন উপজেলা প্রকৌশলী।

জানা গেছে, সন্ধ্যা মোড় থেকে সাঙ্গুড়া পর্যন্ত আড়াই কিলোমটার রাস্তা এইচবিবি করণের কাজ পেয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান সরদার এন্টার প্রাইজ। উপজেলা এলজিইডি কাজটি বাস্তবায়ন করছে। এক সপ্তাহ আগে কাজটি শুরু হয়। সন্ধ্যা গ্রামের বাসিন্দা প্রদীপ বিশ্বাস, দেবা বালা, দেবব্রত বিশ্বাস, আজুসহ অনেকেই জানান, রাস্তা নির্মাণের জন্য যেসব ইট আনা হয়েছে তা অত্যন্ত নি¤œমানের। তারা বাধা দিয়েছিলেন কিন্তু কোনো লাভ হয়নি। পরে ইঞ্জিনিয়ার এসে কাজ বন্ধ করে দেন। নির্মাণাধীন সড়কের দুপাশে এখনও রয়ে গেছে ইটগুলো।

ঠিকাদারী প্রতিষ্ঠান সরদার এন্টার প্রাইজের স্বত্ত্বাধিকারী মোতাহার হোসেন বলেন, রাস্তায় কোনো নি¤œমানের ইট ব্যবহার করা হয়নি। ওই অভিযোগে প্রকৌশলী কাজ বন্ধ করেননি। আসলে রাস্তায় প্রথম লেয়ারে বালু দেয়া হচ্ছিল না একারণে বন্ধ করে দিয়েছে কাজ।

বালিয়াকান্দি এলজিইডির উপজেলা প্রকৌশলী আলমগীর বাদশা বলেন, নি¤œমানের ইট ব্যবহারের অভিযোগে কাজটি বন্ধ করা হয়েছে। নি¤œমানের সামগ্রী না সরালে কাজ শুরু করার অনুমতি দেওয়া হবেনা। ওখানে অবশ্যই বিধি মোতাবেক কাজ হবে। ঠিকাদারকে এব্যাপারে বলা হয়েছে। আমরাও সচেতন রয়েছি।

কত টাকা ব্যয়ে রাস্তাটি নির্মাণ হচ্ছে সেটা তিনি জানাতে পারেননি।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।