গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
- প্রকাশের সময় : ০৮:৩০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
- / 481
জনতার আদালত অনলাইন ॥ দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামী গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গোয়ালন্দ পৌরসভার কুমড়াকান্দি মহল্লা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ মার্চ বিকেলে আব্দুর রহমান গোয়ালন্দ পৌর শহরে অবস্থিত উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় সভা শেষ করে রাত ৯টার দিকে তাঁর ভাগিনা কাওছারের সঙ্গে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন। জুড়ান মোল্লারপাড়া সড়ক অতিক্রম করার সময় একদল দুর্বৃত্ত মোটরসাইকেলের গতিরোধ করে ইউপি চেয়ারম্যান আব্দুর রহমানের উপর সশস্ত্র হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা রামদা ও চাইনিজ কুঁড়াল দিয়ে রহমানকে এলোপাথারি ভাবে কুপিয়ে মারাত্মক জখম করে। রহমানের আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এলে দুর্বৃত্তরা সেখান থেকে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে খবর পেয়ে গোায়ালন্দ ঘাট থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ দ্রুত ঘটনালে পৌছে মারাত্মক আহত অবস্থায় আব্দুর রহমানকে দ্রুত উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে এ ঘটনায় আব্দুর রহমানের চাচাতো ভাই মো. আরিফ মন্ডল বাদী হয়ে গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জলকে (৪০) প্রধান আসামী করে ১৬ জনের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা করেন। মামলার এজাহারভুক্ত অপর আসামীরা হলেন মনছুর বেপারী (২৫), গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবিএম বাতেন (৩৫), সজীব (২৮), জীবন (২২), গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. লিয়াকত হোসেন (৩০), গৌতম (২৮), নাবিল (২৫), রাজ্জাক ওরফে ঘোড়া রাজ্জাক (২৫), শাওন মন্ডল (২২), মাসুদ মোল্লা (২৮), রুবেল ওরফে মাল্লা রুবেল (২৩), মোস্তফা (২৮), রাকিব প্রামানিক (৩০), বাবু মোল্লা (৪৫) ও শামীম (২৫)। তাদের বাড়ি গোয়ালন্দ পৌরসভাসহ উপজেলা এলাকার বিভিন্ন গ্রামে। এর মধ্যে মামলার ৬ নম্বর আসামী মো. লিয়াকত হোসেনকে ঘটনার দিন রাতেই গ্রেপ্তার করে পুলিশ। লিয়াকত গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার গোয়ালন্দ পৌরসভার কুমড়াকান্দি মহল্লা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ওই মামলার প্রধান আসামী শফিকুল ইসলাম সুজ্জলকে গ্রেপ্তার করা হয়। পরে ওই দিন বিকেলে রাজবাড়ীর আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বিষয়টি নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, ‘দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলকে হত্যা চেষ্টা মামলার এজারভুক্ত প্রধান আসামী পলাতক শফিকুল ইসলাম সুজ্জলকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।’ পলাতক অপর আসামীদের দ্রুত গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় আনার জোর চেষ্টা চলছে বলে ওসি জানান।