রাজবাড়ীতে ২ দিন ব্যাপী উন্নয়ন মেলা
- প্রকাশের সময় : ০৭:৫২:৫০ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১
- / 212
জনতার আদালত অনলাইন॥ ‘বাংলাদেশের এক অনন্য অর্জন-স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল উত্তরণ’ স্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার শহীদ খুশী রেলওয়ে ময়দানে দুই দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে।
সকাল সাড়ে ১০টায় ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী; স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’ বিষয়ে আলোচনা সভায় রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক শহীদ নুর আকবর, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি উপাধ্যক্ষ ফকরুজ্জামান মুকুট প্রমুখ। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ, বঙ্গবন্ধু স্যাটেলাইট, রূপপুর প্রকল্প, মেট্রোরেল, এক্সপ্রেসওয়েসহ উন্নয়ন ও সৃষ্টিশীল প্রচুর কাজ এগিয়ে চলেছে।
মেলায় সরকারি ও বেসরকারি পর্যায়ের ৭০টি প্রতিষ্ঠান তাদের উন্নয়ন কর্মকান্ড প্রদর্শনের জন্য স্টল স্থাপন করেছে।