মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ঢাকা থেকে গ্রেপ্তার
- প্রকাশের সময় : ০৭:৩১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১
- / 324
জনতার আদালত অনলাইন ॥ মাদকদ্র্্য নিয়ন্ত্রণ আইন মামলায় যাবজ্জীবন কারাদন্ডের রায় ঘোষণার পর পাঁচ বছর পালিয়ে থাকার পর অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে মুন্নু মোল্লা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজধানী ঢাকার খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে রাজবাড়ী শহরের নিউ কলোনী এলাকার জালাল মোল্লার ছেলে।
রাজবাড়ী সদর থানার এসআই হিরন কুমার বিশ^াস জানান, মাদক সংক্রান্ত একটি মামলায় ২০১৬ সালের ১৬ আগস্ট তারিখে রাজবাড়ীর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আসামি মুন্নু মোল্লাকে যাবজ্জীবন কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদন্ডের রায় দেন। রায় ঘোষণার পর থেকেই মুন্নু মোল্লা পলাতক ছিল। দেশের বিভিন্ন স্থানে সে নিজেকে লুকিয়ে রেখেছিল। বৃহস্পতিবার তার অবস্থান নিশ্চিত হওয়ার পর ঢাকার খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আসামিকে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।