বালিয়াকান্দিতে পাওনা টাকা চাওয়ায় শ্রমিককে ছুরিকাঘাত, কিশোর আটক
- প্রকাশের সময় : ০৭:৫৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১
- / ১২৩৯ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ পাওনা টাকা চাওয়ার কারণে শাকিব বিশ^াস নামে পাটমিলের এক শ্রমিককে ছুরিকাঘাত করার অভিযোগ পাওয়া গেছে কিশোর অপি মিয়ার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর রেল স্টেশন এলাকায়। পুলিশ শুক্রবার সকালে অভিযুক্ত অপিকে আটক করেছে। সে একই উপজেলার জামালপুর ইউনিয়নের মুছা মিয়ার ছেলে। আহত শাকিব বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। একই গ্রামের রফিকুল ইসলাম বিশ^াসের ছেলে শাকিব জামালপুর রাজ্জাক পাটমিলের শ্রমিক হিসেবে কাজ করতো।
প্রত্যক্ষদর্শী ও বাজার ব্যবসায়ীরা জানান, শাকিব সাতশ টাকা পেত অপির কাছে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে শাকিব তার পাওনা টাকা ফেরত চায়। এনিয়ে দুজনের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে অপি তার কাছে থাকা ছুড়ি দিয়ে শাকিবকে আঘাত করে। এতে শাকিব মারাত্মক আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
বালিয়াকান্দি থানার ওসি (তদন্ত) সুমন আদিত্য জানান, শুক্রবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্ত অপিকে আটক করা হয়। আহত শাকিবকে নিয়ে পরিবারের লোকজন ব্যস্ত থাকায় থানায় এখনও মামলা হয়নি। একারণে আটক অপিকে ৫৪ ধারায় রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে ।