রাজবাড়ীতে করোনা প্রতিরোধে ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ
- প্রকাশের সময় : ০৫:৩৭:০১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০
- / 250
জনতার আদালত অনলাইন ॥ করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে সপ্তাহব্যাপী জনসচেতনতা মূলক ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ কর্মসূচী শুরু হয়েছে।
শনিবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে কর্মসূচীর উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম।
পরে রাজবাড়ীর বঙ্গবন্ধু চত্ত্বর, কোর্ট চত্ত্বর, রেলগেট, প্রধান সড়বসহ শহরের বিভিন্ন এলাকায় মাস্ক বিতরণ করেন তিনি। এসময় রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরকার আব্দুল্লাহ আল মামুন, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সারোয়ার আহমেদ সালেহীন প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, করোনায় দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসচেতনতা ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। করোনাকে প্রতিরোধের জন্য মানুষকে সচেতনার লক্ষ্যে এ কর্মসূচী চলার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হবে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে তিনটি গ্রুপ সপ্তাহব্যাপী জেলার বিভিন্ন স্থানে ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ করবে।