করোনায় প্রাণ হারালেন গোয়ালন্দ উপজেলার সাবেক চেয়ারম্যান হাসান ইমাম
- প্রকাশের সময় : ০৬:৩৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০
- / ১৬৪৭ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন :
প্রাণঘাতি করোনা আক্রান্ত হয়ে রাজবাড়ী জেলা পরিষদ সদস্য ও গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হাসান ইমাম চৌধুরী (৭৮) ইন্তেকাল করেছে। বৃহস্পতিবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের বাসিন্দা ছিলেন।
হাসান ইমাম চৌধরী গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেছে এবং রাজবাড়ী সদর উপজেলার বরাট ভাকলা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বাধ্যর্কজনিত কারণে নানা জটিল রোগে ভুগছিলেন। নিজ বাড়িতে থাকা অবস্থায় গত ২৩ জুলাই বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে জরুরি ভিত্তিতে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ২৬ জুলাই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে পরিবার থেকে তার করোনার নমুনা প্রদান করা হলে তিনি করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। সেখানে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের কাটাখালী বাজার ওয়াজেদ চৌধুরী স্মৃতি চত্বরে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ জানান, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে থাকা অবস্থায় পাঁচ দিন আগে তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। রিপোর্টে করোনা পজিটিভ শনাক্ত হয়।
গোয়ালন্দ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মরহুমের ভাতিজা আসাদুজ্জামান চৌধুরী আসাদ বলেন, স্বাস্থ্যবিধি অনুসরণ করে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে তার জানাজা শেষে দাফন করা হয়।
আওয়ামীলীগের বর্ষীয়ান এই নেতার মৃত্যুতে স্থানীয় আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈকিত ও সামাজিক সংগঠনা গভীর শোক জানিয়েছেন।