Dhaka ০৬:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে ২ ভাইয়ের বিরোধকে কেন্দ্র করে মন্দিরে হামলা, প্রতিমা ভাংচুর

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:০১:০৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০
  • / ১৩৭২ জন সংবাদটি পড়েছেন

 

জনতার আদালত অনলাইন ॥ জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধকে কেন্দ্র করে মন্দিরে হামলা ও প্রতিমা ভাংচুর হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইলিশকোল গ্রামে  এ ঘটনা ঘটে। একই গ্রামের দুই সহোদর ভাই অমর দাস ও বিনয় দাসের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে অমর দাস এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ইলিশকোল সার্বজনীন রাধাগোবিন্দ মন্দিরের নামে ছয় শতাংশ জমি দান করেন। সেখানে অমর দাসের ভাই বিনয়ও উপস্থিত ছিলেন। পরে সেখানে মন্দির তুলে পূজা পার্বণও করা হয়। সম্প্রতি দানকরা জমির ওপর থাকা কলাগাছের বাগান পরিস্কার করার উদ্যোগ নেয়া হয়। তখন বিনয় দাস মন্দিরের জমিতে তাঁর দুই শতাংশ জমি আছে বলে দাবি করে কাজে বাধা দেন। তাকে দুইমাসের মধ্যে জমির প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বলা হয়। কিন্তু চারমাস অতিবাহিত হওয়ার পরেও বিনয় জমির কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। শুক্রবার বিকেলে বিনয় দাস ও তার সঙ্গীরা মন্দিরে হামলা চালিয়ে টিনের বেড়া কুপিয়ে ক্ষতিগ্রস্ত করে এবং মন্দিরের ভেতরে থাকা সরস্বতী প্রতিমা ভাংচুর করে। এসময় বাধা দিতে গিয়ে মারধরের শিকার হন অমর দাস। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিনয় দাসের ছেলে হামলার অভিযোগ অস্বীকার করেন।

বালিয়াকান্দি থানার ওসি এ কে এম আজমল হুদা জানান, দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। শনিবার দুই ভাইকে থানায় ডেকে এনে বিষয়টির মীমাংসা করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে ২ ভাইয়ের বিরোধকে কেন্দ্র করে মন্দিরে হামলা, প্রতিমা ভাংচুর

প্রকাশের সময় : ০৯:০১:০৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০

 

জনতার আদালত অনলাইন ॥ জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধকে কেন্দ্র করে মন্দিরে হামলা ও প্রতিমা ভাংচুর হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইলিশকোল গ্রামে  এ ঘটনা ঘটে। একই গ্রামের দুই সহোদর ভাই অমর দাস ও বিনয় দাসের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে অমর দাস এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ইলিশকোল সার্বজনীন রাধাগোবিন্দ মন্দিরের নামে ছয় শতাংশ জমি দান করেন। সেখানে অমর দাসের ভাই বিনয়ও উপস্থিত ছিলেন। পরে সেখানে মন্দির তুলে পূজা পার্বণও করা হয়। সম্প্রতি দানকরা জমির ওপর থাকা কলাগাছের বাগান পরিস্কার করার উদ্যোগ নেয়া হয়। তখন বিনয় দাস মন্দিরের জমিতে তাঁর দুই শতাংশ জমি আছে বলে দাবি করে কাজে বাধা দেন। তাকে দুইমাসের মধ্যে জমির প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বলা হয়। কিন্তু চারমাস অতিবাহিত হওয়ার পরেও বিনয় জমির কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। শুক্রবার বিকেলে বিনয় দাস ও তার সঙ্গীরা মন্দিরে হামলা চালিয়ে টিনের বেড়া কুপিয়ে ক্ষতিগ্রস্ত করে এবং মন্দিরের ভেতরে থাকা সরস্বতী প্রতিমা ভাংচুর করে। এসময় বাধা দিতে গিয়ে মারধরের শিকার হন অমর দাস। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিনয় দাসের ছেলে হামলার অভিযোগ অস্বীকার করেন।

বালিয়াকান্দি থানার ওসি এ কে এম আজমল হুদা জানান, দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। শনিবার দুই ভাইকে থানায় ডেকে এনে বিষয়টির মীমাংসা করা হয়েছে।