বালিয়াকান্দিতে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ অস্ত্রগুলিসহ গ্রেপ্তার ১
- প্রকাশের সময় : ০৭:০৫:২২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০
- / ১৯৮৯ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া ঈদগাহ এলাকা থেকে মঙ্গলবার গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ অস্ত্রগুলিসহ লিটন মিয়া নামের একজনকে গ্রেপ্তার করেছে বালিয়াকান্দি থানার পুলিশ। সে একই ইউনিয়নের কাউন্নাইর গ্রামের ওমর আলী মিয়ার ছেলে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি পিস্তল, ইয়ারগানের ১৫৮ রাউন্ড গুলি, দুটি চাইনিজ কুড়াল, চারটি ছোড়া, একটি তলোয়ার ও একটি চাপাতি। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল ও দুটি ল্যাপটপ জব্দ করা হয়।
বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে রামদিয়া গ্রামে কামরুলের নির্মাণাধীন বাড়িতে কয়েকজন দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিতে গোপন বৈঠক করছে। এ খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কামরুলসহ তিন চার জন পালিয়ে গেলেও লিটন মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে কামরুলের শয়ন কক্ষ থেকে অস্ত্রগুলি উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছে থাকা দুটি মোটরসাইকেল ও দুটি ল্যাপটপ জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে। এগুলো চোরাই এবং ডাকাতির কাজে ব্যবহৃত হতো। গ্রেপ্তার লিটন মিয়ার বিরুদ্ধে পূর্বের কোনো মামলা আছে কীনা তা যাচাই বাছাই চলছে। তবে কামরুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এব্যাপারে অস্ত্র আইনে মামলা হয়েছে। পুলিশ ডাকাতদলের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।