রাজবাড়ীতে আটকে পড়া শ্রমিকদের নগদ অর্থ সহায়তা দিলেন জনতার আদালত সম্পাদক হক
- প্রকাশের সময় : ০৫:৩৪:১১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০
- / ১৬৯৬ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ী প্রতিনিধি ॥ করোনা ভাইরাস সংক্রমের আশঙ্কায় দেশব্যাপী সব ধরনের পরিবহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় রাজবাড়ীতে আটকে পড়া উত্তরবঙ্গের শ্রমিকদের নগদ অর্থ সহায়তা দিয়েছেন দৈনিক জনতার আদালত পত্রিকার সম্পাদক ও কেন্দ্রীয় কৃষক লীগ নেতা নুরে আলম সিদ্দিকী হক।
রোববার তার পাঠানো টাকা রেলস্টেশনে গিয়ে অসহায় শ্রমিকদের মাঝে বিতরণ করেন দৈনিক জনতার আদালত পত্রিকার নির্বাহী সম্পাদক সৌমিত্র শীল চন্দন।
নুরে আলম সিদ্দিকী হক বর্তমানে ঢাকার টোলারবাগে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। পাঠক মাত্রই অবগত যে, টোলারবাগে দুইজন করোনায় আক্রান্ত হেয়ে মৃতু্যবরণ করায় সেখানকার বাসিন্দারা সকলেই গৃহবন্দী অবস্থায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
দৈনিক জনতার আদালতের অনলাইন সংষ্করণে অসহায় শ্রমিকদের মানবেতর জীবনযাপনের খবর পাওয়ার পরই তিনি তাদের সাহায্যে এগিয়ে আসেন।
এছাড়াও বিভিন্ন সংস্থা ও সংগঠনও এগিয়ে এসেছে অসহায় ওইসব শ্রমিকদের সাহায্যে।
রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে শ্রমিকদের মাঝে শুকনা াবার বিতরণ করা হয়। আটকে পড়া শ্রমিকদের সাহায্যে এগিয়ে এসেছে রাজবাড়ীর স্বেচ্ছাসেবী কয়েকজন তরুণ। রোববার দুপুরে তাদের মাঝে খাবার বিতরণ করা হয়।
আটকেপড়া শ্রমিক জয়পুরহাট জেলার কুসুমমারা গ্রামের বাসিন্দা আতাউর রহমান জানান, কিছু কিছু সাহায্য পাচ্ছি। এখন কয়েকদিন চলতে পারবো। কিন্তু দেশে ফেরার ব্যবস্থা করা হলে ভালো হতো।
প্রসঙ্গত, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে এইসব শ্রমিকরা কাজের খোঁজে এসেছিল রাজবাড়ীতে। করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তারা আর বাড়ি ফিরতে পারেনি।