Dhaka ০২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে অগ্নিকান্ডে ফার্নিচার দোকান ভস্মিভূত, ১৫ লাখ টাকার ক্ষতি

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:৫০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
  • / ১৪৫২ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী শহরের বড়পুল এলাকায় সোমবার গভীর রাতে অগ্নিকান্ডে বন্ধু ট্রেডার্স নামে একটি ফার্নিচার দোকান ভস্মিভূত হয়েছে। এতে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফার্নিচার মালিক আমিরুল ইসলাম।
জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে অগ্নিকান্ডের সূত্রপাত হলে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। ওই সময় দোকানে কেউ ছিলনা। স্থানীয় লোকজন আগুন দেখে রাজবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফন্সে খবর দিলে তারা গিয়ে আগুন নেভায়। যেকারণে পাশে থাকা দোকানগুলো রক্ষা পেয়েছে।
ক্ষতিগ্রস্ত আমিরুল ইসলাম জানান, রাত ১০টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়ি যান। বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করা ছিল। তারপরও কীভাবে আগুন লাগলো তা বুঝতে পারছেন না। অগ্নিকান্ডে তার ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রাজবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ পরিচালক শওকত আলী জোয়র্দার জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাজবাড়ীর দুটি, বালিয়াকান্দি ও গোয়ালন্দের একটি করে মোট চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে অগ্নিকান্ডে ফার্নিচার দোকান ভস্মিভূত, ১৫ লাখ টাকার ক্ষতি

প্রকাশের সময় : ০৯:৫০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী শহরের বড়পুল এলাকায় সোমবার গভীর রাতে অগ্নিকান্ডে বন্ধু ট্রেডার্স নামে একটি ফার্নিচার দোকান ভস্মিভূত হয়েছে। এতে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফার্নিচার মালিক আমিরুল ইসলাম।
জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে অগ্নিকান্ডের সূত্রপাত হলে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। ওই সময় দোকানে কেউ ছিলনা। স্থানীয় লোকজন আগুন দেখে রাজবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফন্সে খবর দিলে তারা গিয়ে আগুন নেভায়। যেকারণে পাশে থাকা দোকানগুলো রক্ষা পেয়েছে।
ক্ষতিগ্রস্ত আমিরুল ইসলাম জানান, রাত ১০টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়ি যান। বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করা ছিল। তারপরও কীভাবে আগুন লাগলো তা বুঝতে পারছেন না। অগ্নিকান্ডে তার ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রাজবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ পরিচালক শওকত আলী জোয়র্দার জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাজবাড়ীর দুটি, বালিয়াকান্দি ও গোয়ালন্দের একটি করে মোট চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।