রাজবাড়ীতে স্তন ও জরায়ু ক্যান্সার সচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা
- প্রকাশের সময় : ০৮:৩৭:২৭ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
- / ১৩৮৬ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ ‘আসুন ক্যান্সার সম্পর্কে নিজেরা সচেতন হই-অন্যদের সচেতন করি’ স্লোগানকে সামনে রেখে শনিবার রাজবাড়ী সদর উপজেলার চন্দনীতে অবস্থিত বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গনে স্কুলছাত্রীদের অংশগ্রহণে স্তন ও জরায়ু ক্যান্সার সচেতনতা বৃদ্ধিতে করণীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জার্নালিস্ট এসোসিয়েশন ফর হিউম্যান রাইটস এন্ড ওয়েলফেয়ার, রাজবাড়ী ক্যান্সার সোসাইটি ও মুষ্টি সমাজ কল্যান সংস্থা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
জার্নালিস্ট এসোসিয়েশন ফর হিউম্যান রাইটস এন্ড ওয়েলফেয়ার এর মহাসচিব সাংবাদিক আসিফ মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন চন্দনী ইউনিয়ন চেয়ারম্যান একেএম সিরাজুল ইসলাম চৌধুরী, রাজবাড়ী ক্যান্সার সোসাইটির সভাপতি অ্যডভোকেট দেবাহুতি চক্রবর্তী, মুষ্টি সমাজ কল্যান সংস্থার নির্বাহী পরিচালক ফিরোজা খানম, রাজবাড়ী ক্যান্সার সোসাইটির সদস্য ডা. পূর্ণিমা দত্ত, সবিতা রানী, ফেরদৌসি সুলতানা মায়া, রাজবাড়ী ওয়ালটনের ব্যবস্থাপক মো. রেজাউল করিম প্রমুখ।
স্কুল ছাত্রীদের ব্রেস্ট ও জরায়ু মুখের ক্যান্সার সম্পর্কে সচেতন ও সতর্ক করতে নানা ধরনের পরামর্শ প্রদান করেন বক্তারা।