রাজবাড়ীতে বাস-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে মা মেয়েসহ নিহত ৫, আহত ৩
- প্রকাশের সময় : ১০:৪২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০
- / ১৪৩১ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ দৌলতদিয়াÑখুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ছোট ব্রীজ এলাকায় বাসÑত্রিচক্রযান মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে মা মেয়েসহ পাঁচজন নিহত ও দুইজন আহত হয়েছে। রোববার দুপুর সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন রাজবাড়ী সদর উপজেলার আহলাদিপুর গ্রামের নায়েব আলীর স্ত্রী রাশিদা বেগম (৪০) ও তার মেয়ে তাসলিমা খাতুন (১৫), ফরিদপুর পৌর শহরের ঝিলটুলি এলাকার আব্দুল রফিক নান্নুর ছেলে কলেজছাত্র ইমরান হোসেন রিফাত (২২) এবং গোয়ালন্দ উপজেলার তোরাপ শেখের পড়ার আরশাদ শেখের ছেলে মোস্তফা শেখ (৪৫)। অপরজনের পরিচয় এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা পৌনে ছয়টা) জানা যায়নি।
দুর্ঘটনায় আহতরা হলেন মাহেন্দ্র চালক ফরহাদ, যাত্রী রতœা বেগম ও কালীপদ শীল। এদের বাড়ি রাজবাড়ী ও ফরিদপুর জেলার বিভিন্ন গ্রামে। আহতদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় নিহত আহতরা সবাই মাহেন্দ্র পরিবহনের যাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, যশোরের বেনাপোল থেকে ঢাকাগামী গ্রীণ লাইন পরিবহনের একটি বাস খানখানাপুর ছোট ব্রীজ অতিক্রম করার সময় দৌলতদিয়া থেকে গোয়ালন্দ মোড়গামী ত্রিচক্রযান মাহেন্দ্র পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রীণ লাইনের বাসটি সামনে থাকা দুটি পরিবহনকে বেপরোয়াভাবে ওভারটেক করার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
রাজবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শওকত আলী জোয়ার্দার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। সেখানে পাঁচজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
আহ্লাদিপুর হাইওয়ে থানার ওসি মাসুদ পারভেজ ভুইয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটিকে আটক করেছে। তবে চালক ও হেলপার পলাতক। বাস Ñ মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে পাঁচজন ঘটনাস্থলেই নিহত হয়েছে। এব্যাপারে মামলাসহ পরবর্তী আইনী প্রক্রিয়া নেয়ার প্রস্তুতি চলছে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরীফ উজ জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।