রাজবাড়ীÑ২ আসনের এমপিকে নির্বাচনী এলাকা ত্যাগের নির্দেশ
- প্রকাশের সময় : ০৯:৫৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯
- / ১৫৮১ জন সংবাদটি পড়েছেন
স্টাফ রিপোর্টার ॥ রাজবাড়ীÑ২ (পাংশাÑবালিয়াকান্দিÑকালুখালী) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুল হাকিমকে নির্বাচনী এলাকা ত্যাগের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। গত ১৯ মার্চ তারিখে বাংলাদেশ নির্বাচন কমিশনের প্যাডে উপ সচিব মো. আতিয়ার স্বাক্ষরিত পত্রে তাকে এ নির্দেশনা দেয়া হয়।
পত্রে উল্লেখ করা হয়েছে, উপর্যুক্ত বিষয়ে আদিষ্ট হয়ে আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি, আপনার বিরুদ্ধে জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ২১০ রাজবাড়ী এর আওতাধীন পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করে প্রকাশ্যে একজন প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণসহ নির্বাচনী বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের অভিযোগ পাওয়া যায়।
২০১৬ এর ২২ বিধিমালা উল্লেখ করে পত্রে আরও বলা হয়েছে, যেহেতু আপনি বিধি বহির্ভূতভাবে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছেন, তাই আপনাকে ২১০ রাজবাড়ীÑ২ এর আওতাধীন নির্বাচনী এলাকা (পাংশা উপজেলা) ২০ মার্চ তারিখের মধ্যে ত্যাগ করার জন্য নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছেন।
পত্রের অনুলিপি জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব, ঢাকা বিভাগীয় কমিশনার, রাজবাড়ীর জেলা প্রশাসক, রাজবাড়ীর পুলিশ সুপার, জেলা নির্বাচন কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা, পাংশা উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট ১৩ জনকে পাঠানো হয়েছে।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমি শুনেছি। নির্বাচন অফিসের মাধ্যমে সংসদ সদস্যের কাছে চিঠি পাঠানোর কথা রয়েছে।
রাজবাড়ী জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, পত্রের অনুলিপি আমাদের কাছে এসেছে। আমরা উপজেলা নির্বাচন অফিসে পাঠিয়েছি। সেখান থেকে সংসদ সদস্যের হাতে পৌছাবে।
এব্যাপারে কথা বলার জন্য রাজবাড়ীÑ২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিমের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।