Dhaka ০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ১৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

সাংবাদিক তুরাব হত্যায় অতিরিক্ত পুলিশ সুপার দস্তগীর বরখাস্ত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৪৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • / 51

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিলেটে সাংবাদিক এটিএম তুরাব হত্যার ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগীরকে বরখাস্ত করা হয়েছে।

রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করা হয়।

সিলেটে সাংবাদিক এটিএম তুরাবকে হত্যা মামলার মূল অভিযুক্ত সাদেক কাউসার দস্তগীর। এ মামলায় তিনি গত ১৮ ডিসেম্বর গ্রেফতার হন।

গ্রেফতারের আগে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার শেরপুরে কর্মরত ছিলেন তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে দস্তগীরকে নিয়ে বলা হয়, শেরপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উত্তরের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার সাদেক কাউসার দস্তগীরের বিরুদ্ধে সিলেট কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের আছে এবং গত ১৮ ডিসেম্বর তাকে শেরপুর থেকে গ্রেফতার করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সাদেক কাউসার দস্তগীরকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী ২০২৪ সালের ১৮ ডিসেম্বর থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। বরখাস্তকালীন অবস্থায় খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত হিসেবে ধরা হবে ও বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন তিনি।

উল্লেখ্য, গণঅভ্যুত্থান চলাকালে ১৯ জুলাই সিলেট মহানগরের বন্দরবাজারে পেশাগত দায়িত্ব পালন করছিলেন সাংবাদিক এটিএম তুরাব। এসময় পুলিশের গুলিতে প্রাণ হারান তিনি। ৫ আগস্ট হাসিনা সরকারের পতন হয়। এরপর ১৯ আগস্ট সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আব্দুল মোমেনের আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই আবুল হাসান মো. আজরফ জাবুর।

মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (ক্রাইম ও উত্তর) মো. সাদেক কাউসার দস্তগীর, উপ-কমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখসহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া মামলায় আরও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

১৭ নভেম্বর রাতে এ মামলার আরেক আসামি পুলিশ কনস্টেবল উজ্জ্বলকে ঢাকা থেকে গ্রেফতার করে পিবিআই। পরে আদালতের নির্দেশে তাকে ৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

অভিযুক্ত দস্তগীর এবং পুলিশ কনস্টেবল উজ্জ্বল বর্তমানে কারাগারে আছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাংবাদিক তুরাব হত্যায় অতিরিক্ত পুলিশ সুপার দস্তগীর বরখাস্ত

প্রকাশের সময় : ০৪:৪৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিলেটে সাংবাদিক এটিএম তুরাব হত্যার ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগীরকে বরখাস্ত করা হয়েছে।

রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করা হয়।

সিলেটে সাংবাদিক এটিএম তুরাবকে হত্যা মামলার মূল অভিযুক্ত সাদেক কাউসার দস্তগীর। এ মামলায় তিনি গত ১৮ ডিসেম্বর গ্রেফতার হন।

গ্রেফতারের আগে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার শেরপুরে কর্মরত ছিলেন তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে দস্তগীরকে নিয়ে বলা হয়, শেরপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উত্তরের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার সাদেক কাউসার দস্তগীরের বিরুদ্ধে সিলেট কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের আছে এবং গত ১৮ ডিসেম্বর তাকে শেরপুর থেকে গ্রেফতার করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সাদেক কাউসার দস্তগীরকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী ২০২৪ সালের ১৮ ডিসেম্বর থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। বরখাস্তকালীন অবস্থায় খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত হিসেবে ধরা হবে ও বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন তিনি।

উল্লেখ্য, গণঅভ্যুত্থান চলাকালে ১৯ জুলাই সিলেট মহানগরের বন্দরবাজারে পেশাগত দায়িত্ব পালন করছিলেন সাংবাদিক এটিএম তুরাব। এসময় পুলিশের গুলিতে প্রাণ হারান তিনি। ৫ আগস্ট হাসিনা সরকারের পতন হয়। এরপর ১৯ আগস্ট সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আব্দুল মোমেনের আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই আবুল হাসান মো. আজরফ জাবুর।

মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (ক্রাইম ও উত্তর) মো. সাদেক কাউসার দস্তগীর, উপ-কমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখসহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া মামলায় আরও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

১৭ নভেম্বর রাতে এ মামলার আরেক আসামি পুলিশ কনস্টেবল উজ্জ্বলকে ঢাকা থেকে গ্রেফতার করে পিবিআই। পরে আদালতের নির্দেশে তাকে ৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

অভিযুক্ত দস্তগীর এবং পুলিশ কনস্টেবল উজ্জ্বল বর্তমানে কারাগারে আছেন।