Dhaka ১০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

১৩ মাসের শিশুর পাকস্থলী থেকে বের হলো চাবির রিং

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৪৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • / 16

ফরিদপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে ১৩ মাস বয়সী এক শিশুর পাকস্থলী থেকে রিংসহ চাবি বের করা হয়েছে। রিংসহ দুটি চাবি গিলে ফেলেছিল শিশুটি।

এন্ডোস্কোপি মেশিনের সাহায্যে পাকস্থলী থেকে সেই চাবির রিং অপসারণ করেন হ্যাপি হাসপাতালের গ্যাস্ট্রো লিভার সেন্টারের চিকিৎসক ডা. নিমাই দাস ও তার টিমের সদস্যরা।

শনিবার রাতে ডা. নিমাই দাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে ওই চাবি পাকস্থলী থেকে বের করা হয়।

জানা গেছে, শিশুটির কান্না থামাতে তার হাতে রিংসহ চাবি তুলে দেওয়া হয়েছিল।

এ সময় অসাবধানবশত রিংসহ চাবিটি গিলে ফেলে ওই শিশু। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

 

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১৩ মাসের শিশুর পাকস্থলী থেকে বের হলো চাবির রিং

প্রকাশের সময় : ১১:৪৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

ফরিদপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে ১৩ মাস বয়সী এক শিশুর পাকস্থলী থেকে রিংসহ চাবি বের করা হয়েছে। রিংসহ দুটি চাবি গিলে ফেলেছিল শিশুটি।

এন্ডোস্কোপি মেশিনের সাহায্যে পাকস্থলী থেকে সেই চাবির রিং অপসারণ করেন হ্যাপি হাসপাতালের গ্যাস্ট্রো লিভার সেন্টারের চিকিৎসক ডা. নিমাই দাস ও তার টিমের সদস্যরা।

শনিবার রাতে ডা. নিমাই দাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে ওই চাবি পাকস্থলী থেকে বের করা হয়।

জানা গেছে, শিশুটির কান্না থামাতে তার হাতে রিংসহ চাবি তুলে দেওয়া হয়েছিল।

এ সময় অসাবধানবশত রিংসহ চাবিটি গিলে ফেলে ওই শিশু। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।