Dhaka ০৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

এম এ জিন্নাহর কবিতা ‘খোকা’

এম এ জিন্নাহ
  • প্রকাশের সময় : ০৪:৩০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • / 28

কোথায় আছিস?কেমন আছিস খোকা?
আমি নাকি হইছি এখন এত্তবড়ো বোকা!
তুই নাকি আর ফিরবি নাকো বাসায়!
আমি বাছা তাকিয়ে থাকি তোরই ফেরার আশায়।

কোথায় আছিস কী করছিস বলবি না তুই খুলে?
তোর বিহনে দিন যায় না ঘুম আসে না শুলে।
সত্যি খোকা! আছিস কোথায় বল,
আমার সাথে কেন রে তুই মিছেই করিস ছল!

কোথায় আছিস কোথায় থাকিস নিজেই কি খাস হাতে?
একাই চলিস একাই থাকিস ভয় করে না রাতে?
ওরা আমায় পাগল বলে কী হয়েছে তাতে?
খোকারে তুই দেখা করিস আজই নিঝুম রাতে।

ওদের কথা মিথ্যে করে বলবো আমি হেসে
আমার খোকা ঠিক এসেছে! তোরাই গেছিস ফেঁসে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এম এ জিন্নাহর কবিতা ‘খোকা’

প্রকাশের সময় : ০৪:৩০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

কোথায় আছিস?কেমন আছিস খোকা?
আমি নাকি হইছি এখন এত্তবড়ো বোকা!
তুই নাকি আর ফিরবি নাকো বাসায়!
আমি বাছা তাকিয়ে থাকি তোরই ফেরার আশায়।

কোথায় আছিস কী করছিস বলবি না তুই খুলে?
তোর বিহনে দিন যায় না ঘুম আসে না শুলে।
সত্যি খোকা! আছিস কোথায় বল,
আমার সাথে কেন রে তুই মিছেই করিস ছল!

কোথায় আছিস কোথায় থাকিস নিজেই কি খাস হাতে?
একাই চলিস একাই থাকিস ভয় করে না রাতে?
ওরা আমায় পাগল বলে কী হয়েছে তাতে?
খোকারে তুই দেখা করিস আজই নিঝুম রাতে।

ওদের কথা মিথ্যে করে বলবো আমি হেসে
আমার খোকা ঠিক এসেছে! তোরাই গেছিস ফেঁসে।