Dhaka ১০:০১ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিদিশার বিরুদ্ধে এরশাদ ট্রাস্টের সম্পত্তি জবরদখলের অভিযোগ শেখ হাসিনার বিদ্বেষমূলক বার্তা প্রচার করলে আইনি ব্যবস্থা: চিফ প্রসিকিউটর ভাতের হোটেলে কাজ করতেন মেডিকেলে চান্স পাওয়া আল আমিন রাবি সমন্বয়কের উপর হামলায় জড়িদের গ্রেফতারের দাবি আগুনের গুজবে ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনে কাটা পড়ে নিহত ১১ বহরপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত কৃষিতে ‘সমলয়’ পদ্ধতিতে চাষাবাদের লক্ষ্যে ধানের চারা রোপণ উদ্বোধন দেশের বিভিন্ন কারাগারে ১২ ডেপুটি জেলারের বদলি ফোনে বেশি কথা বলায় কুপিয়ে মেয়ের মাথা বিচ্ছিন্ন করলেন বাবা বিশ্ব সরকারের শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ পেলেন ড. ইউনূস

ক্লিনিকের ডিজিটাল বোর্ডে ‘জয়বাংলা, ছাত্রলীগ ফিরবে’, তদন্তে প্রশাসন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৩২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • / 26

লালমনিরহাটের হাতীবান্ধায় একটি ক্লিনিকের দিক নির্দেশনার ডিজিটাল বোর্ডে হঠাৎ ‘জয়বাংলা ছাত্রলীগ আবার ফিরবে’ লেখা ভেসে ওঠা নিয়ে এলাকায় আলোচনা তৈরি হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদরের মেডিকেল মোড় সংলগ্ন এলাকার হাতীবান্ধা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে এ ঘটনা ঘটে।

বিষয়টি নজরে আসার পরপরই স্থানীয় বিক্ষুব্ধ জনতা সাইন বোর্ডটি খুলে ফেলেন। এ ঘটনায় পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত শুরু করেছে।

স্থানীয়দের দাবি, মোবাইল অ্যাপ ব্যবহার করে এই লেখাটি ওই সাইন বোর্ডে দেখানো হয়েছে।

লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) জয়ন্ত কুমার সেন বলেন, “ডিজিটাল সাইন বোর্ডটি একটি মোবাইল অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রিত। এটি কোনো দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তি ছাড়া করা সম্ভব নয়। যারা জড়িত, তাদের শনাক্ত করতে পুলিশ ও গোয়েন্দা সংস্থা কাজ করছে। তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর স্থানীয় বিএনপি, ছাত্রদল, জামায়াতে ইসলামী ও শিবিরসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়েছেন।

হাতীবান্ধা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরাফাত হোসেন ইস্ত্রি বলেন, “এটি একটি পরিকল্পিত কাজ। এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।”

এ ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

ক্লিনিকটির দায়িত্বশীল কারো বক্তব্য জানা না গেলেও একজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, কালীগঞ্জ উপজেলা থেকে বোর্ডটি একটি অ্যাপের মাধ্যমে পরিচালিত হত। সেখান থেকেই কিছু একটা ঘটানো হয়েছে।

ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা এ ঘটনায় দ্রুত তদন্ত শেষ করে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

তবে বিষয়টি নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ক্লিনিকের ডিজিটাল বোর্ডে ‘জয়বাংলা, ছাত্রলীগ ফিরবে’, তদন্তে প্রশাসন

প্রকাশের সময় : ১০:৩২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

লালমনিরহাটের হাতীবান্ধায় একটি ক্লিনিকের দিক নির্দেশনার ডিজিটাল বোর্ডে হঠাৎ ‘জয়বাংলা ছাত্রলীগ আবার ফিরবে’ লেখা ভেসে ওঠা নিয়ে এলাকায় আলোচনা তৈরি হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদরের মেডিকেল মোড় সংলগ্ন এলাকার হাতীবান্ধা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে এ ঘটনা ঘটে।

বিষয়টি নজরে আসার পরপরই স্থানীয় বিক্ষুব্ধ জনতা সাইন বোর্ডটি খুলে ফেলেন। এ ঘটনায় পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত শুরু করেছে।

স্থানীয়দের দাবি, মোবাইল অ্যাপ ব্যবহার করে এই লেখাটি ওই সাইন বোর্ডে দেখানো হয়েছে।

লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) জয়ন্ত কুমার সেন বলেন, “ডিজিটাল সাইন বোর্ডটি একটি মোবাইল অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রিত। এটি কোনো দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তি ছাড়া করা সম্ভব নয়। যারা জড়িত, তাদের শনাক্ত করতে পুলিশ ও গোয়েন্দা সংস্থা কাজ করছে। তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর স্থানীয় বিএনপি, ছাত্রদল, জামায়াতে ইসলামী ও শিবিরসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়েছেন।

হাতীবান্ধা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরাফাত হোসেন ইস্ত্রি বলেন, “এটি একটি পরিকল্পিত কাজ। এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।”

এ ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

ক্লিনিকটির দায়িত্বশীল কারো বক্তব্য জানা না গেলেও একজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, কালীগঞ্জ উপজেলা থেকে বোর্ডটি একটি অ্যাপের মাধ্যমে পরিচালিত হত। সেখান থেকেই কিছু একটা ঘটানো হয়েছে।

ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা এ ঘটনায় দ্রুত তদন্ত শেষ করে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

তবে বিষয়টি নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতারা কোনো মন্তব্য করতে রাজি হননি।