সোনাপুরে ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ, সড়ক অবরোধ
- প্রকাশের সময় : ০৪:৪১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
- / 8
রাজবাড়ীর কালুখালী ও বালিয়াকান্দি উপজেলায় অবস্থিত সোনাপুর বাজারের এক ব্যবসায়ীকে মারপিটের ঘটনায় ৪ ঘণ্টাব্যাপী রাস্তা বন্ধ করে প্রতিবাদ কর্মবিরতী ও সমাবেশ হয়েছে বাজার ব্যবসায়ী সমিতি। এতে দুর্ভোগের শিকার হন সাধারণ ক্রেতারা।
শুক্রবার সকালে বাজার বণিক সমিতির আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। বাজারের জরুরি সেবা ওষুধ ও হোটেলসহ সব ধরনের দোকান বন্ধ থাকায় ক্ষুব্ধ সাধারণ ক্রেতারাও।
কর্মসূচি চলাকালে ব্যবসায়ীরা সোনাপুর বাজারের চাররাস্তা মোড় অবরোধ সৃষ্টি করে। এতে কালুখালী-বালিয়াকান্দি সড়ক বন্ধ হয়ে যায়। সংবাদ পেয়ে কালুখালী ও বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন। পরে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন হামলাকারীদের গ্রেফতারের আশ্বাস দিলে সোনাপুর বাজার ব্যবসায়ীরা অবরোধ তুলে নেন।
এসময় উপস্থিত ছিলেন বাজার বণিক সমিতির সভাপতি খোন্দকার মজিবুর রহমান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান মিন্টু, সাইদুল রহমান শাহিন, জয়নাল আবেদীন, দুলাল মোল্লা, ওয়াজেদ বিশ্বাস, ইসমাহিল হোসেন, মামুন খান প্রমুখ বক্তব্য রাখেন।
ব্যবসায়ীরা বলেন, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী শিমুলসহ একদল দুর্বৃত্ত বৃহস্পতিবার সন্ধ্যায় আব্দুস সাত্তার নামের এক ব্যবসায়ীকে মারপিট করে। এতে সাত্তার গুরুতর আহত হয়। এছাড়া ব্যবসায়ীদের নিরাপত্তা বিঘ্নিত ও সম্মান হানি হয়েছে। ব্যবসায়ীরা ওই মাদক কারবারিকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
ব্যবসায়ীদের অভিযোগ শোনার পর বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন বলেন, আপনারা থানায় লিখিত অভিযোগ দিলে ২৪ ঘণ্টার মধ্যে মাদক কারবারি শিমুলসহ তার সহযোগী দুর্বৃত্তদের গ্রেফতার করা হবে।