Dhaka ১১:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রাবিতে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ

রাবি প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ১০:১৫:৪০ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • / 11

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পবিত্র কোরআন পোড়ানোর অভিযোগে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। শিক্ষার্থীরা এ ঘটনাকে পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে দ্রুত দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান।

রবিবার (১২ জানুয়ারি) বিকেল ৩টায় রাবি সিনেট ভবনের প্যারিস রোড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলে বিভিন্ন হল থেকে আসা শিক্ষার্থীরা অংশ নেন। তারা স্লোগান দিতে দিতে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করেন।

বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, যারা দেশের জন্য জীবন দিতে পারে, তারা ইসলামের অবমাননা মেনে নিতে পারে না। আমরা শহীদের উত্তরসূরী। এই ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি অনুরোধ জানাই, প্রত্যেক হলে সিসি ক্যামেরা স্থাপন করা হোক।

শাখা ছাত্রশিবিরের সভাপতি মুসতাকুর রহমান জাহিদ বলেন, কুরআন পোড়ানোর মাধ্যমে যারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায়, তারা এ দেশের সম্প্রীতির শত্রু। তাদের ষড়যন্ত্র ব্যর্থ করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এ দেশের শান্তিপ্রিয় মানুষ কখনোই এই ঘৃণ্য কাজ সফল হতে দেবে না।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার বলেন, এটি একটি পরিকল্পিত ও নিন্দনীয় কাজ। এই ঘটনা তদন্তে ইতোমধ্যে কমিটি গঠন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা চলছে। আগামী সাত দিনের মধ্যে দোষীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনা হবে।

বিক্ষোভে শিক্ষার্থী ও শিক্ষকদের পাশাপাশি চার শতাধিক ব্যক্তি অংশ নেন। শিক্ষার্থীরা এ ঘটনাকে পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাবিতে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশের সময় : ১০:১৫:৪০ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পবিত্র কোরআন পোড়ানোর অভিযোগে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। শিক্ষার্থীরা এ ঘটনাকে পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে দ্রুত দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান।

রবিবার (১২ জানুয়ারি) বিকেল ৩টায় রাবি সিনেট ভবনের প্যারিস রোড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলে বিভিন্ন হল থেকে আসা শিক্ষার্থীরা অংশ নেন। তারা স্লোগান দিতে দিতে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করেন।

বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, যারা দেশের জন্য জীবন দিতে পারে, তারা ইসলামের অবমাননা মেনে নিতে পারে না। আমরা শহীদের উত্তরসূরী। এই ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি অনুরোধ জানাই, প্রত্যেক হলে সিসি ক্যামেরা স্থাপন করা হোক।

শাখা ছাত্রশিবিরের সভাপতি মুসতাকুর রহমান জাহিদ বলেন, কুরআন পোড়ানোর মাধ্যমে যারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায়, তারা এ দেশের সম্প্রীতির শত্রু। তাদের ষড়যন্ত্র ব্যর্থ করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এ দেশের শান্তিপ্রিয় মানুষ কখনোই এই ঘৃণ্য কাজ সফল হতে দেবে না।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার বলেন, এটি একটি পরিকল্পিত ও নিন্দনীয় কাজ। এই ঘটনা তদন্তে ইতোমধ্যে কমিটি গঠন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা চলছে। আগামী সাত দিনের মধ্যে দোষীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনা হবে।

বিক্ষোভে শিক্ষার্থী ও শিক্ষকদের পাশাপাশি চার শতাধিক ব্যক্তি অংশ নেন। শিক্ষার্থীরা এ ঘটনাকে পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।