রুয়ালফের উদ্যোগে রাবিতে ক্যারিয়ার আড্ডা অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ১০:৫৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
- / 12
রাজশাহী ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন অব ল ফাউন্ডার্স (রুয়ালফ)-এর আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে একটি ক্যারিয়ার আড্ডা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এ আড্ডার আয়োজন করা হয়।
ক্যারিয়ার আড্ডায় প্রধান আলোচক ছিলেন দিনাজপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ এবং রুয়ালফের সাবেক সভাপতি মেহেদী পাভেল সুইট। অনুষ্ঠানে আইন বিভাগের ত্রিশের অধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
রুয়ালফের সভাপতি মো. সাব্বির রহমানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. কায়েস মাহমুদ, দপ্তর সম্পাদক সাজ্জি মুক্তা, অর্থ সম্পাদক ফোরকান উদ্দিনসহ অন্যান্য দায়িত্বশীল ও সদস্যবৃন্দ।
ক্যারিয়ার আড্ডার বিষয়ে রুয়ালফের সভাপতি মো. সাব্বির রহমান বলেন, “আইনাঙ্গনের শিক্ষার্থী হয়েও আমরা অনেকেই ক্যারিয়ার নিয়ে সঠিক ধারণা পাই না। আইনের শিক্ষার্থীরা কোন কোন সেক্টরে কাজ করতে পারে এবং কীভাবে সফল হতে পারে, সেসব বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য এ ধরনের আড্ডার আয়োজন করা হয়েছে। জীবনের সফলতা অনেকটাই নির্ভর করে সঠিক সময়ে উপযুক্ত পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ওপর।”
উল্লেখ্য, শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে সচেতন করার লক্ষ্যে এ ধরনের আয়োজন নিয়মিতভাবে করার ইচ্ছা প্রকাশ করেছেন আয়োজকরা।