ভালোবাসার শহর পাংশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- প্রকাশের সময় : ০৮:৪০:২১ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
- / 7
module:1facing:0; ?hw-remosaic: 0; ?touch: (-1.0, -1.0); ?modeInfo: ; ?sceneMode: Night; ?cct_value: 5428; ?AI_Scene: (13, -1); ?aec_lux: 319.81168; ?hist255: 0.0; ?hist252~255: 0.0; ?hist0~15: 0.0; ?module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 5428; AI_Scene: (13, -1); aec_lux: 319.81168; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
রাজবাড়ীর পাংশা উপজেলার একঝাঁক যুবকের সেচ্ছাসেবী সংগঠন ‘ভালোবাসার শহর পাংশা ফাউন্ডেশন’ এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
‘চলো পাংশা এক সাথে, দাঁড়াও তোমার পাংশার পাশে’ শ্লোগানকে সামনে রেখে শনিবার (১১ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা শিল্পকলা একাডেমিতে স্বেচ্ছাসেবীদের মিলন মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সাগর শিকদারের সভাপতিত্বে ও খন্দকার নাসিম রানা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম. আবু দারদা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আসলাম হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রবিউল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. এনামুল হক, পাংশা সরকারি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ও সংগঠনের উপদেষ্টা মো. হাফিজুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা ডা. শাকিল মাহমুদ, নিউরো ক্লিনিকের ম্যানেজার মিলন হাসান, পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ প্রমূখ।
এসময় কয়েকজন রক্তদাতা তাদের রক্তদানের অভিজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও নূন্যতম ২০ বার যারা রক্তদান করেছেন সেই সকল রক্তদাতাদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে সকল অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেয়া হয়।