গুরুত্বপূর্ণ সংবাদ:
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১০:৪৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
- / 7
ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, শনিবার সকাল ৭টার দিকে কুয়াশার তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে যায়। পরে সকাল সাড়ে ৭টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা। কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে। তখন দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৫টি ফেরি দিয়ে আবার যাত্রী ও যানবাহন পারাপার করা হবে।
Tag :