Dhaka ১২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচন অনুষ্ঠানই অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব: সাইফুল হক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:২৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • / 10

 

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠানই সরকারের মূল দায়িত্ব, স্থানীয় সরকারের নির্বাচন নয়। জাতীয় নির্বাচনের আগে বা জাতীয় নির্বাচনের সাথে স্থানীয় সরকার পরিষদের নির্বাচন যুক্তিযুক্ত ও বাস্তব সম্মত নয়। গত ১৬ বছর ধরে দেশের মানুষ যে জাতীয় নির্বাচনের জন্য অপেক্ষা করছে সরকারের দায়িত্ব হচ্ছে ঐক্যমতের ভিত্তিতে সংস্কার সম্পন্ন করে সেই জাতীয় নির্বাচনের আয়োজন করা। এর অন্যথা হলে সরকারের উদ্দেশ্য নিয়েই নানা প্রশ্ন উঠতে থাকবে। সেক্ষেত্রে সরকারের নিরপেক্ষতাও প্রশ্নবিদ্ধ হবে। তদুপরি রাজনৈতিক দল ও জনগণের দিক থেকেও প্রধান দাবি হচ্ছে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করে দেশের গণতান্ত্রিক অভিযাত্রার পথ সুগম করা।

তিনি আজ বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। সেগুন বাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাইফুল হক বলেন, গত ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রধান বিষয় ছিল জনগণের ভোটের অধিকার নিশ্চিত করে অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন নিশ্চিত করা। এই প্রধান কর্তব্য থেকে সরকারের সরে যাওয়ার অবকাশ নেই।

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, জাতীয় ঐক্যমত কমিশন দক্ষতা ও যোগ্যতার সাথে দায়িত্ব পালন করবে এবং রূপান্তরের গুরুত্বপূর্ণ বিষয়ে জাতীয় সমঝোতা গড়ে তুলতে সক্ষম হবে।

তিনি যুবদের আত্মকর্মসংস্থানের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি যুবদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে যুব নেতৃত্বের প্রতি আহ্বান জানান।

মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, বিপ্লবী যুব সংহতির আহ্বায়ক বাবর চৌধুরী, সদস্য সচিব মীর রেজাউল আলম, জামিলুর রহমান ডালিম, আরিফুল ইসলাম, রতন মোহান্ত, মোহাম্মদ রিয়েল প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জাতীয় নির্বাচন অনুষ্ঠানই অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব: সাইফুল হক

প্রকাশের সময় : ০৯:২৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

 

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠানই সরকারের মূল দায়িত্ব, স্থানীয় সরকারের নির্বাচন নয়। জাতীয় নির্বাচনের আগে বা জাতীয় নির্বাচনের সাথে স্থানীয় সরকার পরিষদের নির্বাচন যুক্তিযুক্ত ও বাস্তব সম্মত নয়। গত ১৬ বছর ধরে দেশের মানুষ যে জাতীয় নির্বাচনের জন্য অপেক্ষা করছে সরকারের দায়িত্ব হচ্ছে ঐক্যমতের ভিত্তিতে সংস্কার সম্পন্ন করে সেই জাতীয় নির্বাচনের আয়োজন করা। এর অন্যথা হলে সরকারের উদ্দেশ্য নিয়েই নানা প্রশ্ন উঠতে থাকবে। সেক্ষেত্রে সরকারের নিরপেক্ষতাও প্রশ্নবিদ্ধ হবে। তদুপরি রাজনৈতিক দল ও জনগণের দিক থেকেও প্রধান দাবি হচ্ছে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করে দেশের গণতান্ত্রিক অভিযাত্রার পথ সুগম করা।

তিনি আজ বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। সেগুন বাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাইফুল হক বলেন, গত ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রধান বিষয় ছিল জনগণের ভোটের অধিকার নিশ্চিত করে অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন নিশ্চিত করা। এই প্রধান কর্তব্য থেকে সরকারের সরে যাওয়ার অবকাশ নেই।

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, জাতীয় ঐক্যমত কমিশন দক্ষতা ও যোগ্যতার সাথে দায়িত্ব পালন করবে এবং রূপান্তরের গুরুত্বপূর্ণ বিষয়ে জাতীয় সমঝোতা গড়ে তুলতে সক্ষম হবে।

তিনি যুবদের আত্মকর্মসংস্থানের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি যুবদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে যুব নেতৃত্বের প্রতি আহ্বান জানান।

মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, বিপ্লবী যুব সংহতির আহ্বায়ক বাবর চৌধুরী, সদস্য সচিব মীর রেজাউল আলম, জামিলুর রহমান ডালিম, আরিফুল ইসলাম, রতন মোহান্ত, মোহাম্মদ রিয়েল প্রমুখ।