গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার
- প্রকাশের সময় : ০১:২১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
- / 9
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ মাদক কারবারিকে আটক করতে গিয়ে ৩ টি বিদেশী আগ্নেয়াস্ত্র, ৭ রাউন্ড গুলি ও ৩টি ম্যাগজিন উদ্ধার করেছে। তবে, এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
বুধবার রাত নয়টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ জানতে পারে যে, গোয়ালন্দ উপজেলার রিয়াজুদ্দিন পাড়া গোধুলি পার্ক সংলগ্ন পাকা রাস্তার উপর ইয়াবা বেচাকেনা হবে। এমন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার এসআই মাহবুব এসআই জুয়েল এসআই সেলিম সঙ্গীও ফোর্স সহ মাদক ও ওয়ারেন্ট উদ্ধার অভিযানের জন্য গোধূলি পার্কের সামনে অবস্থান নেয়। এসময় মাদক কারবারি সাদ্দাম হোসেন
ইয়াবা দেওয়ার জন্য গোধূলি পার্কের পাশে পাকা রাস্তার উপর মোটরসাইকেল যোগে আসলে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মোটরসাইকেল নিয়ে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সম্রাট নগর বাজার এলাকায় পৌঁছে তার দোকানে মোটরসাইকেল রেখে কৌশলে দ্রুত পালিয়ে যায়। গোয়ালন্দ ঘাট থানা পুলিশ তার পিছু নিয়ে সম্রাট নগর বাজার এলাকায় পৌঁছে তার ড্রেজারের পাইপ ঘরে প্রবেশ করে উপস্থিত স্থানীয় সাক্ষীদের সম্মুখে সাদ্দামের নিজের পাইপের গুদাম ঘরে তল্লাশি করে ০৩ টি বিদেশী পিস্তল, ০৭ রাউন্ড গুলি ও শুন্য তিনটি ম্যাগজিন উদ্ধার করে।
ওসি আরও বলেন, উপরোক্ত বিষয়ে থানা ও ডিবি পুলিশের সহায়তায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।