Dhaka ০৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে এডভোকেসি ক্যাম্পইন অভিভাবক সমাবেশ

আক্তারুজ্জামান মৃধা , গোয়ালন্দ
  • প্রকাশের সময় : ০৫:২০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • / 29

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া কেকেএস প্রদীপ প্রকল্পের উদ্যোগে স্থানীয় পর্যায়ে অ্যাডভোকেসি ক্যাম্পেইনের অংশ হিসেবে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর ১২টায় দৌলতদিয়া কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস)-এর নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কেকেএস স্কুলের পূর্ব পাড়া থেকে আসা ছাত্র ছাত্রীর পড়াশোনা বন্ধ হবে না। আমাদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সেফ দ্যা চিলড্রেন প্রকল্প চালু করার জন্য এনজিও প্রতিনিধি, সচিব পর্যায়ে কথা বলে তিন মাস এক্সটেনশন করা হয়েছে। এরমধ্যে আর সব জায়গায় কথা বলে এটা রাখার ব্যাপারে চেষ্টা করছি। এক্ষেত্রে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে এবিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি। শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষার মানোন্নয়ন এবং শিশুদের ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, যাতে প্রতিটি শিশু মানসম্মত শিক্ষা পায়।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডিসি শিক্ষা ও প্রযুক্তি তাবিউল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তবিবুর রহমান, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।

এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কবির হোসেন,এবং সহকারী শিক্ষা অফিসার মো. আজিজুল হক, সেফ দ্যা চিলড্রেন রাজবাড়ী জেলা কোঅর্ডিনেটর সাইফুল ইসলাম, কে কে এস ম্যানেজিং ডিরেক্টর ফকির জাহিদ প্রমুখ।

সমাবেশে স্থানীয় পর্যায়ে শিক্ষা ও সামাজিক উন্নয়নে অভিভাবকদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা শিক্ষার প্রসারে অভিভাবকদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে এডভোকেসি ক্যাম্পইন অভিভাবক সমাবেশ

প্রকাশের সময় : ০৫:২০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া কেকেএস প্রদীপ প্রকল্পের উদ্যোগে স্থানীয় পর্যায়ে অ্যাডভোকেসি ক্যাম্পেইনের অংশ হিসেবে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর ১২টায় দৌলতদিয়া কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস)-এর নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কেকেএস স্কুলের পূর্ব পাড়া থেকে আসা ছাত্র ছাত্রীর পড়াশোনা বন্ধ হবে না। আমাদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সেফ দ্যা চিলড্রেন প্রকল্প চালু করার জন্য এনজিও প্রতিনিধি, সচিব পর্যায়ে কথা বলে তিন মাস এক্সটেনশন করা হয়েছে। এরমধ্যে আর সব জায়গায় কথা বলে এটা রাখার ব্যাপারে চেষ্টা করছি। এক্ষেত্রে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে এবিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি। শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষার মানোন্নয়ন এবং শিশুদের ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, যাতে প্রতিটি শিশু মানসম্মত শিক্ষা পায়।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডিসি শিক্ষা ও প্রযুক্তি তাবিউল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তবিবুর রহমান, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।

এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কবির হোসেন,এবং সহকারী শিক্ষা অফিসার মো. আজিজুল হক, সেফ দ্যা চিলড্রেন রাজবাড়ী জেলা কোঅর্ডিনেটর সাইফুল ইসলাম, কে কে এস ম্যানেজিং ডিরেক্টর ফকির জাহিদ প্রমুখ।

সমাবেশে স্থানীয় পর্যায়ে শিক্ষা ও সামাজিক উন্নয়নে অভিভাবকদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা শিক্ষার প্রসারে অভিভাবকদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।